সন্ধ্যা হলেই গরীব ছাত্রদের টিউশন পড়ান থানার বড়বাবু, তাও আবার বিনামূল্যে
Odd বাংলা ডেস্ক: এই বিশ্বের বুকে বেঁচে থাকা মানবিকতাই হয়তো আজও আমাদের বাঁচার আশা দেখাচ্ছে। এই যেমন ইন্দোরের পলাশিয়া থানার পুলিশ অফিসার 'বিনোদ দিক্ষিত'। রোজ সন্ধ্যাবেলা থানার বাইরে একটা এটিএমের সামনে দুটো চেয়ার নিয়ে বসে পড়েন তিনি। তারপর এক এক ছাত্রেরা তার কাছে আসে।
বিনোদ বাবুকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ' আমি পুলিশের চাকরি পেয়েছি নিজের যোগ্যতায়। আমি পড়াশোনায় বেশ ভালো ছিলাম কিন্তু অর্থাভাবে পড়তে পারিনি। ইচ্ছে ছিল পিএইচডি করব, কিন্তু তার আগেই টাকার জন্য পুলিশের চাকরিতে যোগ দিলাম। ইংরাজি ও অঙ্ক এই দুই বিষয়ে আমার বেশ দখল আছে। এই শিশুদের দেখে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়। ওরাও খুব গরীব ঘরের। ওদের বাবারা টিউশনের টাকা দিতে পারে না। তাই আমি পড়াই ওদের। যতটা পারি সাহায্য করি।'
গোটা দেশ জুড়ে যখন মানুষের ধারনা তৈরি হয়েছে যে পুলিশ মাত্রই ঘুষখোর, তখন এই অফিসারের এমন একটা কাজ তাতে বৈপরীত্য এনে দেয়। আমাদের বিশ্বাস কিছুটা হলেও ফিরে আসে পুলিশ-প্রশাসনের ওপর।
Post a Comment