আপনার টাকা কি আদৌ সরকারি ব্যাঙ্কে সুরক্ষিত?
Odd বাংলা ডেস্ক: রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে গত আর্থিক বছর অর্থাৎ ২০১৯-২০ তৎকালীন ১৮টি সরকারি ব্যাঙ্কে মোট ১,৪৮,৪২৮ কোটি টাকার প্রতারণার ১২,৪৬১টি মামলা সামনে এসেছে ৷ দেখে নিন কোন ব্যাঙ্কে কত টাকার ফ্রড সামনে এসেছে ৷
১) স্টেট ব্যাঙ্ক- এখনও পর্যন্ত এসবিআই-এ ৪৪,৬১২.৯৩ কোটি টাকার প্রতারণার ৬৯৬৪ মামলা সামনে এসেছে ৷ গত আর্থিক বছরে ১৮ সরকারি ব্যাঙ্কে হওয়া প্রতারণার এটা ৩০ শতাংশ ৷
২) পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক - পয়লা এপ্রিল ২০১৯ থেকে ৩১ মার্চ ২০২০ পর্যন্ত ১৫৩৫৪ কোটি টাকার ৩৪৯টি মামলা সামনে এসেছে ৷
৩) ব্যাঙ্ক অফ বরোদা- এই সরকারি ব্যাঙ্ক রয়েছে তৃতীয় স্থানে ৷ ৩৪৯ মামলার ১২,৫৮৬.৬৮ কোটি টাকার প্রতারণার মামলা সামনে এসেছে ৷ প্রসঙ্গত, ব্যাঙ্ক অফ বরোদার পয়লা এপ্রিল ২০১৯-এ বিজয়া ব্যাঙ্ক ও দেনা ব্যাঙ্কের সঙ্গে সংযুক্তিকরণ হয়েছে ৷
৪) ইউনিয়ন ব্যাঙ্ক- গত আর্থিক বছরে ৯,৩১৬.৮০ কোটি টাকার ৪২৪টি প্রতারণার মামলা সামনে এসেছে ৷
৫) ব্যাঙ্ক অফ ইন্ডিয়া- এই ব্যাঙ্কে ৮,০৬৮ কোটি টাকার ২০০ টি মামলা সামনে এসেছে ৷
৬) কানাড়া ব্যাঙ্ক- এই ব্যাঙ্কে ৭৫১৯.৩০ কোটি টাকার ২০৮টি মামলা সামনে এসেছে ৷
৭) ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক - ৭২৭৫.৪৮ কোটি টাকার ২০৭টি মামলা সামনে এসেছে ৷
৮) এলাহাবাদ ব্যাঙ্ক - ৮৯৬টি মামলায় ৬,৯৭৩.৯০ কোটি টাকার প্রতারণার শিকার হয়েছে ব্যাঙ্ক ৷
৯)ইউকো ব্যাঙ্ক- ১১৯টি মামলায় ৫৩৮৪.৫৩ কোটি টাকার প্রতারণার শিকার হয়েছে ৷
১০) ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স- আরটিআই-এ রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ২০১৯ থেকে ৩১ মার্চ ২০২০ পর্যন্ত এই ব্যাঙ্কে ৩২৯ মামলার ৫৩৪০.৮৭ কোটি টাকার প্রতারণা মামলা সামনে এসেছে ৷
১১) সিন্ডিকেট ব্যাঙ্ক - এই ব্যাঙ্কে ৪৯৯৯.০৩ কোটি টাকার প্রতারণার মামলা সামনে এসেছে ৷
১২) কর্পোরেশন ব্যাঙ্ক - কর্পোরেশন ব্যাঙ্কে ৪৮১৬.৬০ কোটি টাকার ১২৫টি মামলা সামনে এসেছে ৷
১৩) সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া- ৩৯৯৩.৮২ কোটি টাকার ৯০০টি প্রতারণার মামলা সামনে এসেছে ৷
১৪) অন্ধ্র ব্যাঙ্ক- ৩৪৬২.৩২ কোটি টাকার ১১৫টি মামলা সামনে এসেছে ৷
১৫) ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র- ৩৩৯১.১৩ কোটি টাকার ৪১৩টি প্রতারণা মামলা ৷
১৬) ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া- ২৬৭৯.৭২ কোটি টাকার ৮৭টি মামলা সামনে এসেছে ৷
১৭) ইন্ডিয়ান ব্যাঙ্ক - ২২৫৪.১১ কোটি টাকার ২২৫ প্রতারণা মামলা ৷
১৮) পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক - ৩৯৭.২৮ কোটি টাকার ৬৭ মামলা সামনে এসেছে ৷
Post a Comment