'জব উই মেট'-এর অংশুমান-কে মনে আছে? এখন তাঁকে দেখলে মহিলারা নিজেদের সামলাতে পারবেন না...


Odd বাংলা ডেস্ক: ২০০৭ সালে ইমতিয়াজ আলি পরিচালিত ব্লকবাস্টার ছবি 'জব উই মেট'-এর কথা অনেকেরই মনে আছে নিশ্চয়। সেই সময়ে শাহিদ-করিনার জুটি বিরাট হিট হয়েছিল। ছবিতে করিনার প্রাক্তন প্রেমিক অংশুমানের চরিত্রে অভিনয় করেছেন তরুণ অড়োরা। গীত(করিনা)-কে প্রেমে ধোকা দেওয়ার পর ফোন করে অংশুমানকে গালিগালাজ করার দৃশ্যটা আজও সকলের মনে আছে। 

কিন্তু আজ সেই অভিনেতাকে দেখলে কিন্তু আপনারা সেই অংশুমানের চেহারার সঙ্গে মিল পাবেন না। আর বিশেষত মহিলারা তাঁকে দেখলে নিজেকে একটু সামলে রাখুন। 
Blogger দ্বারা পরিচালিত.