প্রকাশ্য রাস্তাঘাটে মাস্ক না পরলেই এবার ১ লক্ষ টাকা জরিমানা, হতে পারে ২ বছরের কারাদণ্ড
Odd বাংলা ডেস্ক: রাস্তা-ঘাটে বা অন্যান্য জনবহুল এলাকায় মাস্ক না পরলে এবার থেকে ১ লক্ষ টাকা জরিমানা এবং লকডাউন নির্দেশিকা লঙ্ঘন করলে ২ বছরের কারাদণ্ডের ঘোষণা করল ঝাড়খণ্ড সরকার। এর আগে বুধবার ঝাড়খণ্ড মন্ত্রিসভার তরফে ইনফেকশন ডিজিজেজ অর্ডিন্যান্স ২০২০) জারি করা হয়েছে।
অর্ডিন্যান্স অনুসারে, ঝাড়খণ্ড সরকার জানিয়েছে যে, যারা নিরাপত্তা প্রোটোকল লঙ্ঘন করবে এবং যারা মাস্ক পরে বেরোবে না, তাদের এক লক্ষ টাকা জরিমানা দিতে হবে এবং যারা লকডাউন বিধি লঙ্ঘন করবেন তাদের ২ বছরের জেল হবে। অন্যান্য রাজ্যের মতো ঝাড়খণ্ডেও করোনার রোগীদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, আর তার পরই রাজ্যসরকারের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করোনার লাগামছাড়া বৃদ্ধির জেরে সরকারি হাসপাতালে একটিও বেড খালি নেই। আর এই পরিস্থিতিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, এখন বেসরকারি হাসপাতাল এবং ব্যাঙ্কোয়েট হলগুলিকে আইসোলেশন ওয়ার্ড হিসাবে ব্যবহার করা হবে।
Post a Comment