কেরলের সংশোধনাগারের বন্দিরা গত ৩ মাসে তৈরি করেছেন ১০ লক্ষ মাস্ক


Odd বাংলা ডেস্ক: করোনা মহামারির মধ্যে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে কেরলের কারাগার এবং সংশোধন পরিষেবা বিভাগের তরফে। করোনা মহামারির এই কঠিন সময়ে গত তিন মাসে ১০ লক্ষ মাস্ক তৈরি করেছেন কেরলের সংশোধনাগারের বন্দিরা। 

কারাগারের ডিআইজি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে জানিয়েছেন, 'লকডাউনের প্রথম দুই মাসে, আমাদের মাস্ক প্রস্তুতকারক ইউনিটগুলি পুরোদমে কাজ চালিয়ে গিয়েছে। যার ফলে তাঁরা গত তিন মাসে ১০ লক্ষ মাস্ক তৈরি করে ফেলেছে।' তিনি আরও বলেন, প্রথমদিকে মাস্কের চাহিদা বিপুল থাকায় তাঁরা প্রতিদিন প্রায় ১৩ হাজার মাস্ক তৈরি করতেন। কেরলের সমস্ত কারাগারেই একক-ব্যবহারযোগ্য মাস্ক, পুনর্ব্যবহারযোগ্য সুতির একক স্তরযুক্ত এবং দ্বী-স্তরযুক্ত মাস্ক তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, গত তিন মাসে তাঁরা ১৫,০০০ লিটার স্যানিটাইজারও তৈরি করেছে। 

তবে বর্তমানে চাহিদা অনুসারে যথেষ্ট যোগান থাকায় তাঁরা মাস্ক উৎপাদন কমিয়ে এনেছে। সূত্রের খবর, বর্তমানে উৎপাদন ৪০ থেকে ৫০ শতাংশ হ্রাস পেয়েছে। এই মুহূর্তে তাঁরা একক ব্যবহারযোগ্য মাস্ক তৈরি করা বন্ধ রেখেছেন। কিছু কিছু কারাগারে এই মুহূর্তে ৪০ হাজার মাস্ক মজুত করে রাখা হয়েছে। তাঁরা জানিয়েছেন, স্কুল-কলেজ খোলা হলে মাস্কের চাহিদা আরও বৃদ্ধি পেতে থাকবে। সেইমতো তাঁরা প্রোডাকশন শুরু করবেন। 

তাঁদের তৈরি মাস্কের দামও সাধ্যের মধ্যেই। দ্বি-স্তর বিশিষ্ট মাস্কের এক-একটির দাম ১৫ টাকা এবং একক স্তর-বিশিষ্ট মাস্কের দাম ১০ টাকা করে। অন্যদিকে ১০০ মিলি স্যানিটাইজারের দাম ১৫ টাকা।  
Blogger দ্বারা পরিচালিত.