সম্প্রতি রাতে পেঁচা দেখেছেন? পেঁচা কীভাবে আপনার জীবনকে প্রভাবিত করতে পারে, জেনে নিন
Odd বাংলা ডেস্ক: নিশাচর পেঁচাকে ঘিরে কম সংস্কার নেই গোটা বিশ্বে।। প্যারানর্মাল বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করেন, পেঁচা আপনার জীবনকে প্রভাবিত করতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশের প্রথা ও পরম্পরা বিশ্লেষণ করে মার্কিন প্যারনর্মাল বিশেষজ্ঞ সিন্থিয়া ক্যালহন, পেঁচা দেখলে কী ভাবে প্রভাবিত হতে পারেন আপনার জীবন, সেটাই ব্যাখ্যা করেছেন।
১) প্রাচীন বিশ্বাস, যদি কোনো গর্ভবতী নারী পেঁচার ডাক শোনেন। তা হলে তাঁর বেদনাহীন প্রসব হবে।
২) পেঁচা দেখার ফলে আপনার দূরদৃষ্টিও বৃদ্ধি পেতে পারে। কারণ, পেঁচাকে জ্ঞানের প্রতীক বলে মনে করতেন প্রাচীন গ্রিকরা।
৩) প্রাচীন রোমানদের বিশ্বাস ছিল, পেঁচা দেখলে কোনও গোপন সংবাদ সম্পর্কে অবহিত হওয়া যায়।
৪) আমেরিকার প্রাচীন বাসিন্দারা মনে করতেন, পেঁচা মৃত্যুর দূত।
Post a Comment