মাস্ক পরার বিষয়ে মানুষকে সচেতন করতে সংবাদপত্রের সঙ্গে বিনামূল্যে একটি মাস্ক দিলেন প্রকাশক


Odd বাংলা ডেস্ক: 'মাস্ক পড়ুন, করোনাকে দূরে রাখুন'-এই স্লোগানই এখন চারিদিকে। কিন্তু তাও এখনও অনেক মানুষ মাস্ক পরার বিষয়ে উদাসীন। তবে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে এবার জম্মু ও কাশ্মীরে শ্রীনগরের এক স্থানীয় উর্দু দৈনিক সংবাদপত্র তার পাঠকদের বিনামূল্যে একটি ফেস মাস্ক দিয়েছে। সংবাদপত্রের প্রথম পাতাতেই একটি মাস্ক আটকে দেওয়া হয়েছে এবং তার নীচে লেখা রয়েছে 'মাস্ক ব্যবহার করা গুরুত্বপূর্ণ'। 

'রোশনি' সংবাদপত্রের সম্পাদক জহুর শোরা বলেন, 'আমরা এই বার্তাটি জনগণের কাছে পৌঁছে দেওয়া জরুরি বলে মনে করেছি এবং একটি মাস্ক পরার গুরুত্ব বোঝানোর জন্য এটিই একটি খুব ভাল উপায়।' প্রকাশকের এই পদক্ষেপকে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশংসা করেছেন।

শ্রীনগরের এক বাসিন্দার কথায়, 'একটি সংবাদপত্রের দাম প্রায় ২ টাকা এবং সেইসঙ্গে প্রকাশক এর সঙ্গে বিনামূল্যে একটি মাস্ক দিচ্ছেন, কারণ তাঁরা চান যে মানুষ এর গুরুত্ব সম্পর্কে সচেতন হন, তবে আমাদের অবশ্যই এর প্রশংসা করতে হবে।'
Blogger দ্বারা পরিচালিত.