আগের বছরের তুলনায় বাড়ল মাধ্যমিকের পাশের হার, প্রথম স্থানে বর্ধমানের অরিত্র
Odd বাংলা ডেস্ক: প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। আগেরবারের তুলনায় এবছর বাড়ল পাশের হার। পাশের হারের নিরিখে জেলার মধ্যে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। এবছর মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর নিয়ে প্রথম স্থানে রয়েছে পূর্ব বর্ধমানের অরিত্র পাল। অরিত্র মেমারির বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলের ছাত্র। তার প্রাপ্ত নম্বর ৭০০-এর মধ্যে ৬৯৪। ৬৯৩ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে দু-জন। বাঁকুড়ার সায়ন্তন গড়াই ও কাটোয়ার অভীক দাস। ৬৯০ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে পূর্ব মেদিনীপুরের দেবস্মিতা মহাপাত্র ও রহড়া রামকৃষ্ণ মিশনের অরিত্র মাইতি। কিন্তু মেধাতালিকায় কলকাতার কোনও স্কুলের ছাত্রছাত্রীর নাম নেই।
২০২০-র মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৮ ফেব্রুয়ারি থেকে। সাধারণত মে-এর শেষ বা জুনের প্রথমেই প্রকাশিত হয় মাধ্যমিকের ফলাফল। কিন্তু এবছর করোনার কারণে ফল প্রকাশে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। যার জন্য ১৩৯দিনের মাথায় ফল প্রকাশ করল পর্ষদ। এ বছর পরীক্ষা দিয়েছিল ১০,০৩,৬৬৩ জন ছাত্র-ছাত্রী। এ বছর ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছাত্রদের থেকেও বেশি। এবছর ছাত্রের সংখ্যা ছিল ৪,৩৭,৯৯৮ জন ছাত্র এবং ছাত্রীর সংখ্যা ছিল ৫,৬৫,৬৬৮ জন।
গত বারের তুলনায় এবার ছাত্রীর সংখ্যা ১২.৭২ শতাংশ বেশি ছিল। পাশের হারের নিরিখে এবছর মেয়েদের পাশের হারও আগের থেকে বেড়েছে। পর্ষদ সভাপতি বলেন, এর থেকেই বোঝা যায় সমাজের প্রতিটি স্তরে নারীশিক্ষা ক্রমে ছড়িয়ে পড়েছে। এ বছর মাধ্যমিকে সফল হয়েছে ৮,৪৩,৩০৫ জন। এ বছর পাশের হার ৮৬.৩৪%। ছাত্রদের মধ্যে পাশের হার ৮৯.৮৭%। সেই তুলনায় ছাত্রীদের পাশের হার সামান্য কম। গত বছরের থেকে বেড়েছে ছাত্রীদের পাশের হার। মোট পাশের হারও আগের বছরের থেকে বেড়েছে। গত বছর পাশের হার ছিল ৮৬.০৭%।
যে ওয়েবসাইটে দেখতে পাবেন সেগুলি হল-
- www.wbbse.org,
- http://webresults.nic.in
- www.exametc.com
এছাড়া এসএমএস-এর মাধ্যমেও ফল জানতে পারবে ছাত্রছাত্রীরা। এসএমএস-এর মাধ্যমে রেজাল্ট জানতে- আপনার ফোনের রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন WB10<space>roll no আর পাঠিয়ে দিন ৫৬৭৬৭৫০ নম্বরে।
Post a Comment