রাত পোহালেই মাধ্যমিকের ফল প্রকাশ, কীভাবে দেখা যাবে রেজাল্ট, জেনে নিন
Odd বাংলা ডেস্ক: রাত পোহালেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফল। সকাল সাড়ে দশটা থেকে ওয়েবসাইটে ফলাফল জানতে পারবেন ছাত্র-ছাত্রীরা। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে আগামীকালই হাতে মার্কশিট পাবে না ছাত্রছাত্রীরা। স্কুলে স্কুলে স্যানিটাইজেশনের কাজ শেষ হলে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হলে মার্কশিট।
তবে কাল কোথায় কীভাবে দেখা যাবে মাধ্যমিকের ফলাফল। যে যে ওয়েবসাইটে দেখতে পাবেন সেগুলি হল-
- www.wbbse.org,
- http://webresults.nic.in
- www.exametc.com
এছাড়া এসএমএস-এর মাধ্যমেও ফল জানতে পারবে ছাত্রছাত্রীরা। এসএমএস-এর মাধ্যমে রেজাল্ট জানতে- আপনার ফোনের রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন WB10<space>roll no আর পাঠিয়ে দিন ৫৬৭৬৭৫০ নম্বরে।
মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, আগামী ২২ থেকে ২৩ জুলাই নাগাদ অভিভাবকদের ডেকে রেজাল্ট বিতরণ করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানিয়েছন, আগামী ১৭ জুলাই প্রকাশিত হতে পারে উচ্চমাধ্যমিকের ফল
Post a Comment