'দরজা-জানলা খুলে দিলে ভাইরাস তাড়াতাড়ি বেরিয়ে চলে যায়', বললেন মুখ্যমন্ত্রী
Odd বাংলা ডেস্ক: করোনা মোকাবিলায় সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকরা। এদিন নবান্নের সভাঘরে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন এক চিকিৎসক মুখ্যমন্ত্রীকে জানান, একটানা ৮ ঘণ্টা পিপিই পরে থাকার ফলে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে যার ফলে অসুস্থ হয়ে পড়ছেন চিকিৎসকরা। আর সেই কারণেই মুখ্যমন্ত্রীর কাছে ভাল মানের পিপিই বা সম্ভব হলে এসি-র বন্দোবস্ত করে দিতে বলেন তাঁরা।
তাঁর উত্তরে মমতা বন্দোপাধ্যায় বলেন, এখনই এসি লাগানোটা সময় সাপেক্ষ ব্যপার। কিন্তু রাজীব সিনহার সঙ্গে কথা বলে তিনি পোর্টেবল এসির ব্যবস্থা করে দেওয়ার কথা বলেন। এরপরই মুখ্যমন্ত্রী জানান যে, এসি চালানোর জন্য দরজা-জানলা বন্ধ করার প্রয়োজন। কিন্তু 'দরজা-জানলা যদি খুলে দেওয়া যায়, তাহলেই ভাইরাস তাড়াতাড়ি বেরিয়ে চলে যায়'। এমনকি তিনি এও বলেন যে, তিনি যখনই গাড়িতে চলাচল করেন গাড়ির কাঁচ নামিয়ে দেন এবং বাড়িতে থাকলেও দরজা খুলে দেন। হাওয়া-রোদ ঢোকার জন্যই এমনটা করেন তিনি, এতে ভাইরাস বেরিয়ে যায় বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
Post a Comment