আমরা চিনকে উপযুক্ত জবাব দিতে চাই : মমতা


Odd বাংলা ডেস্ক: চিনের সঙ্গে উত্তেজনা নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, কয়েকটি অ্যাপ বাতিলই যথেষ্ট নয়, আমরা চিনকে উপযুক্ত জবাব দিতে চাই। দেশের স্বার্থে ভারতের কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ গ্রহণ করবে, তাতে তৃণমূল কংগ্রেস পূর্ণ সমর্থন দেবে বলেও জানিয়েছেন মমতা। আজ এক সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আমরা কেন্দ্রীয় সরকারের পদক্ষেপকে সমর্থন জানিয়ে আসছি, কিন্তু একদিকে আমাদের আগ্রাসী হতে হবে, অন্যদিকে কূটনৈতিক প্রক্রিয়াও জারি রাখতে হবে। ভারত-চিন সীমান্তে উত্তেজনা চরমে। মঙ্গলবার দুদেশের পক্ষ থেকে সেনা পর্যায়ের বৈঠকেও উত্তেজনা নিরসনের তেমন কোনো সমাধান সূত্র মেলেনি। এর মাঝেই বেইজিংকে ধাক্কা দিতে ভার্চুয়াল স্ট্রাইক করেছে দিল্লি। ভারতের নিরাপত্তা ও অখণ্ডতার স্বার্থে সোমবার ৫৯টি চিনা অ্যাপকে বাতিল বলে ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। দিল্লির এই পদক্ষেপকে ‘গভীর উদ্বেগজনক’ বলে জানিয়েছে চিন।
Blogger দ্বারা পরিচালিত.