কবরস্থান থেকে ভেসে আসছে, ‘আমি বেঁচে আছি, সাহায্য করুন’



Odd বাংলা ডেস্ক: পাকিস্তানের পঞ্জাব প্রদেশের তান্ডলিয়ানওয়ালার একটি কবরস্থানের ভেতর থেকে মানুষের আওয়াজ আসছে। এই কারণে সেই অঞ্চলের স্থানীয় লোকজনের মধ্যে রীতিমতো ভয় কাজ করছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যমে। গণমাধ্যমের খবরে বলা হয়, কবরের ভেতর থেকে মূলত একজন ব্যক্তিরই আওয়াজ আসছে। সাহায্যের বার্তায় রীতিমতো আর্তনাদ করছেন সেই ব্যক্তি। স্থানীয় মানুষজনের কাছ থেকে জানা গেছে যে, ওই ব্যক্তি বলছেন, 'আমি এখনও বেঁচে আছি। সাহায্য করুন আমাকে।' এই খবরের পর চাঞ্চল্য সৃষ্টি হতেই জানা যায়, কিছু দিন আগেই ধ্বস নামার কারণে কবরের ভেতরে পড়ে যান ওই ব্যক্তি। গণমাধ্যমের খবরে আরো বলা হয়েছে, এক ব্যক্তির মৃত্যুর পর তাকে শেষ শ্রদ্ধা জানাতে ওই কবরস্থানে গিয়েছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই ভূমিধ্বসের কারণে কবরের ভেতরে আটকে পড়েন তিনি।
Blogger দ্বারা পরিচালিত.