হাসপাতালে ভর্তির ৫ টাকা ছিল না স্ত্রী'র কাছে, চিকিৎসা না পেয়ে গাছতলায় প্রাণ গেল স্বামীর
Odd বাংলা ডেস্ক: সরকারি হাসপাতালের বাইরে প্রায় ১২ ঘণ্টা গাছতলায় পড়ে থাকার পর মৃত্যু হল এক ব্যক্তির। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গুনায়। কিন্তু তাঁর মৃত্যুর কারণ শুনলে চোখে জল আসবে আপনারও। জানা গিয়েছে তাঁকে হাসপাতালে ভর্তি করার জন্য দরকার ছিল ৫ টাকা! কিন্তু সেটুকুও সামর্থ ছিল না তাঁর স্ত্রীর।
কোলে সন্তান নিয়ে তিনি ভিক্ষা চাইতে থাকেন, কিন্তু কেউ তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দেননি। হাসপাতাল সূত্রে তাঁকে জানিয়ে দেওয়া হয় টিকিক না করালে তাঁর স্বামীকে ভর্তি নেওয়া হবে না। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, মৃত্যুর পরেও তাঁর দেহ সরিয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁর স্ত্রীকে কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি। ওই ব্যক্তির মৃতদেহ এক ঘণ্টা পরে থাকার পরে তা সরিয়ে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিয়ে টুইটারে ক্ষোভ প্রকাশ করেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। তিনি টুইট করে শিবরাজ সিং চৌহ্বান সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি লেখেন 'গুনার এক মহিলা, একটি বাচ্চা নিয়ে, তাঁর স্বামীর জীবন বাঁচানোর জন্য সারা দিন অনুনয় করে চলেছেন। তাঁর স্বামীর চিকিৎসা করা হয়নি, কারণ তার কাছে টিকিট কেনার পাঁচ টাকা ছিল না। তিনি স্ত্রীর সামনে শ্বাসকষ্টে মারা যান। শিবরাজ সরকারের অধীনে রাজ্যের কি এই অবস্থা?'
যদিও সিভিল সার্জন এস কে শ্রীবাস্তব জানিয়েছেন যে সরকারি হাসপাতালে টিকিট সম্পূর্ণ বিনামূল্য পাওয়া যায়। তবে স্বামীহারা ওই মহিলার দাবি, তাঁর কাছে ৫টাকা চাওয়া হয়েছিল, যা তার কাছে ছিল না।
Post a Comment