খাস কলকাতায় চলছে হ্যান্ড স্যানিটাইজারের কালোবাজারি, উদ্ধার ১৪০০ লিটার নকল স্যানিটাইজার


Odd বাংলা ডেস্ক: করোনা মহামারি পরিস্থিতিতে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। বলা ভাল এই দুই পণ্যের ওপর মানুষের নির্ভরশীলতা অনেকটাই বেড়েছে। বিশেষজ্ঞরাও বারবার করে বলছেন মহামারি পরিস্থিতিতে মারণ ভাইরাসের কবল থেকে বাঁচতে বাইরে বেরলে মাস্ক পরা এবং স্যানিটাইজার দিয়ে বারবার হাত স্যানিটাইজ করা জরুরী। আর এবার সেই স্যানিটাইজার নিয়ে দেদার কালোবাজারি চলছে খাস কলকাতায়! জানা গিয়েছে, রমরমিয়ে চলছে নকল হ্যান্ড স্যানিটাইজারের ব্যবসা। বৃহস্পতিবার এমনই দুটি অবৈধ ব্যবসা চালানো দোকানে হানা দেয় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। 

ইবি সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে কলকাতার এজরা স্ট্রিটে। গোপন সূত্রে খবর পেয়ে তারা হানা দেয় এজরা স্ট্রিটে। মচন্দ্র অ্যান্ড সন্স (২, এজরা স্ট্রিট) এবং বাসা পারফিউমেরি হাউজ (৮, এজরা স্ট্রিট) নামে দুটি দোকানে হানা দিয়ে উদ্ধার করা হয় নকল বেআইনি স্যানিটাইজার। জানা গিয়েছে, দোকানদুটির স্যানিটাইজার তৈরি বা বিক্রির কোনও লাইসেন্স ছিল না। ভারতীয় দণ্ডবিধি ১২০(বি), ২৭০ এবং ৪২০ ধারায় এবং বিপর্যয় মোকাবিলা আইনে ওই দোকানদুটির মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 
ইবি-র তরফে দুটি দোকান থেকে প্রায় ১৪০০ লিটার হ্যান্ড স্যানিটাইজার বাজেয়াপ্ত করা হয়েছে। তবে কেবল এরাজ্যেই নয়, সারা দেশ জুড়ে ভেজাল হ্যান্ড স্যানিটাইজারের রমরমা। তবে এবার ঘটনাস্থল খাস কলকাতা। তবে এর আগে কলকাতায় নকল এন৯৫ মাস্ক বিক্রির অভিযোগ উঠেছিল। ইবি অফিসাররা গত মার্চ মাসে ওষুধের দোকানে হানা দিয়েছিল এবং দেখা যায় কিছু সস্তার মাস্ককে এন৯৫ বলে চালানো হচ্ছে। যদিও ইবি অফিসারের নির্দেশে সেই মাস্কগুলিকে ন্ষ্ট করে দেওয়া হয়।  
Blogger দ্বারা পরিচালিত.