দীর্ঘমেয়াদী সুখ পেতে বিয়ে করাটা বাধ্যতামুলক নয়, বলছে সমীক্ষা


Odd বাংলা ডেস্ক: মেয়েরা একটা বয়সের পর কাকিমা-জেঠিমা-মাসিমা-র কাছ থেকে যে প্রশ্নটি শোনেন, তা হল 'বিয়ে কবে করছিস?' সত্যি বলতে অনেকের কাছ থেকেই শোনা যায়, বিয়ে নিয়ে পরিবারের তরফে ভীষণ চাপ দেওয়া হচ্ছে। কিন্তু আপনারা যাঁরা এই মুহূর্তে বিয়ে করতে চাইছেন না, তাঁরা এই প্রতিবেদন পড়ার পর একটু হলেও স্বস্তি পাবেন। সাম্প্রতিক সমীক্ষায় জানা গিয়েছে যে, দীর্ঘমেয়াদী সুখ দিতে বিবাহ আলাদা করে কোনও প্রভাব ফেলতে পারে না। 

মিশিগান স্টেস ইউনিভার্সিটির তরফে আয়োজিত সমীক্ষায় বিশেষজ্ঞরা বিভিন্ন বিবাহের অভিজ্ঞতা সম্পন্ন ১৮ থেকে ৬০ বছর বয়স্ক ৭৫ থেকে ১০০ জনের মধ্যে ওই সমীক্ষার আয়োজন করেছিলেন। এই দলে তিন ধরণের অংশগ্রহণকারী ছিলেন- সিঙ্গেল, বিবাহিত এবং সম্পর্কে রয়েছেন এমন ব্যক্তি। ফলাফলে দেখা গিয়েছিল, দুটি বিশেষ গ্রুপের মধ্যে বিশেষ পার্থক্য নেই। যারা সারা জীবন সিঙ্গেল এবং যার সম্পর্কে আবদ্ধ- তাঁদের দুজনের মধ্যেই দীর্ঘমেয়াদী সুখভোগের ক্ষেত্রে তেমন কোনও পার্থক্য নেই, বরং দুই-ই সমান। অর্থাৎ যাঁরা মনে করেন, বিয়ে করলেই জীবনে দীর্ঘমেয়াদী সুখ লাভ হবে, একা থাকলে হবে না- এমনটা নয়। 

আমাদের সমাজে এমনটা অনেকসময়ে হয়ে থাকে যে, সিঙ্গেল জীবনে কোনও সমস্যা বা জটিলতা তৈরি হলে, পরিবারের তরফে বিয়ে করে নিতে বলা হয়। অর্থাৎ মনে করা হয় যে, বিয়ে করলেই সব সমস্যার সমাধান সম্ভব। বলা যায়, ভাল থাকা আসলে বিয়ে করা বা না করার ওপর নির্ভর করে না, এটা আসলে একটা ধারণা কেবল। 
Blogger দ্বারা পরিচালিত.