করোনা মোকাবিলায় ফেস শিল্ড না মাস্ক? কোনটি বেশি কার্যকর, কী বলছেন বিশেষজ্ঞরা


Odd বাংলা ডেস্ক: মারণ করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে নিয়মিত মাস্ক পরেই বাইরে বেরোচ্ছেন নিশ্চয়। তবে মাস্কের পাশাপাশি মাস্কের বিকল্প হিসেবে এখন অনেকেই ফেস শিল্ড ব্যবহার করছেন। অনেকে মাস্ক এবং ফেস শিল্ড দুই-ই ব্যবহার করছেন। তবে কোভিড-১৯ থেকে সুরক্ষা দিতে কোনটা বেশি কার্যকর- ফেস মাস্ক নাকি শিল্ড- এ বিষয়ে বিভিন্ন বিশেষজ্ঞের বিভিন্ন মত রয়েছে।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নয়া নির্দেশিকায় সতর্কতা জারি করে বলা হয়েছে, শরীরচর্চা, অত্যাধিক শারীরিক পরিশ্রমের কাজ কারর সময় মাস্ক পরে থাকলে শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দিতে পারে, যার অস্বাভাবিক ক্লান্তি, শরীরের বিভিন্ন অংশের পেশিতে টান পড়া বা খিঁচুনি, বমি ভাব, মাথা ঘোরানো এমন কি ব্রেন স্ট্রোক পর্যন্তও হতে পারে। তাই এই সমস্ত ক্ষেত্রে মাস্ক না পরাই ভাল। আর এই সমস্ত ক্ষেত্রে করোনা থেকে সুরক্ষা দিতে সবচেয়ে উপযুক্ত হল ফেস শিল্ড।

মাস্ক ব্যবহারের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারি বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভ জানিয়েছেন, সেখানে নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়, সেখানে সাধারন কাপড়ের মাস্ক ব্যবহার না করে থ্রি-লেয়ার্ড মাস্কই সবচেয়ে বেশি সুরক্ষা দিতে পারে। মার্কিন সংস্থা মায়ো ক্লিনিকের বিশেষজ্ঞদের মতে, যে কোনও থ্রি-লেয়ার্ড মাস্ক করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রায় ৮৫ শতাংশ পর্যন্ত সুরক্ষা দিতে পারে। আর ফেস শিল্ড গোটা মুখমণ্ডলের সুরক্ষা নিশ্চিত করে।

এ বিষয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা জানান, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে মাস্কের থেকেও বেশি সুরক্ষা নিশ্চিত করে ফেস শিল্ড। তাদের মতে, দীর্ঘক্ষণ মাস্ক পরে থাকার কারণে অনেকের মধ্যেই ইদানীং শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দিচ্ছে। যাঁদের আগে থেকেই এই সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে দীর্ঘক্ষণ মাস্ক পরে থাকাটা প্রায় অসম্ভব। এ ক্ষেত্রে মাস্কের সবচেয়ে কার্যকরী বিকল্প হল ফেস শিল্ড। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের মতে, মাস্কের চেয়ে ফেস শিল্ড অনেক বেশি পুনর্ব্যবহারযোগ্য। এতে শ্বাস-প্রশ্বাস জনিত কোনও সমস্যাও হয় না। সেক্ষেত্রে মাস্কের চেয়ে ফেস শিল্ড অনেক বেশি সুবিধাজনক। তবে অধিক জনসমাগম রয়েছে এমন এলকায় মাস্ক পরাটাই শ্রেয়।
Blogger দ্বারা পরিচালিত.