বাটার চিকেনের লোভে ৩২ কিলোমিটার পাড়ি, লকডাউনের নিয়ম ভেঙে বিপাকে ভোজনরসিক!
Odd বাংলা ডেস্ক: আচ্ছা, আপনার পছন্দের খাবার কি বাটার চিকেন? আর সেই বাটার চিকেনের জন্য আপনারা কতদূর পর্যন্ত যেতে পারবেন? আপাতত হয়তো বেশি দূর যাওয়া সম্ভব নয়, কারণ লকডাউনের জন্য ঘরের বাইরে পা রাখাটা ঠিক কাজ হবে না। কিন্তু অস্ট্রেলিয়ার এক ব্যক্তি বাটার চিকেন খাওয়ার লোভ সামলাতে না পেরে পাড়ি দিলেন প্রায় ৩২ কিলোমিটার পথ।
একটি আন্তর্জাতিক প্রতিবেদন সূত্রে খবর, এক ব্যক্তি বাটার চিকেন খাওয়ার জন্য মেলবোর্নের সিবিডি থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ওয়ারিরবি পাড়ি দিয়েছিলেন। লকডাউনের নিয়ম ভঙ্গ করেই তিনি কেবল বাটার চিকেনের লোভে পড়েই এত পথ পেরিয়েছিলেন। আর এর পর যা হওয়ার তাই হল। পথে তাঁকে পুলিশ ধরে এবং ১৬৫২ ডলার জরিমানা করা হয় বলে খবর।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, লকডাউন চলাকালীন সরকারি ও বেসরকারি নানা স্থানে জমায়েতের জন্য ইতিমধ্যেই কয়েক ডজন মানুষকে জরিমানা করা হয়েছে। অস্ট্রেলিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১১ হাজার ৮০০ মতো, যা করোনা আক্রান্ত বিশ্বের তাবড় তাবড় দেশের তুলনায় যৎসামান্য। হয়তো লকডাউন নিয়ে এমন কড়াকড়ির জন্যই সংখ্যাটা নিয়ন্ত্রণে।
Post a Comment