যাত্রী সুরক্ষা ও বিনিয়োগ বাড়াতে বেসকরকারি সংস্থাকে দিয়ে প্যাসেঞ্জার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল মোদী সরকার
Odd বাংলা ডেস্ক: লকডাউনে অন্যান্য সংস্থার মতোই বিপুল ক্ষতির মুখে পড়েছে ভারতীয় রেল। তবে এবার যাত্রীবাহী ট্রেন পরিচালনার ভার বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে চাইছে মোদী সরকার। প্রসঙ্গত, জল্পনা ছিল বহুদিন ধরেই, তবে এবার লকডাউন পরবর্তী পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র। আর এর জন্যই টেন্ডারও ডাকা হয়েছে বলে জানা গিয়েছে। আর বেসরকারি সংস্থা থেকে রেলের আয় হবে ৩০ হাজার কোটি টাকা।
রেলমন্ত্রক সূত্রে খবর, এই প্রথম বেসরকারি লগ্নিতে ভারতে প্যাসেঞ্জার ট্রেন চালানোর প্রচেষ্টায় ভারতীয় রেল। প্রত্যেকটি ট্রেন তৈরি হব মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায়। পাশাপাশি এর জন্য অর্থ সংস্থান, বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করা থেকে শুরু করে রেলের দেখভাল করার দায়িত্ব নেবে বেসরকারি সংস্থাই। রেল সূত্রে খবর, ১০৯রুটে ১৫১টি আধুনিক রেক আনা হবে। গার্ড এবং রেল চালকদের নিয়েই শুরু করা হবে পরিষেবা। বেসরকারি লগ্নির পাশাপাশি যাত্রী সুরক্ষা সুনিশ্চিত করতেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন রেল।
এইভাবে রেলের বেসরকারিকরণ হলে এর পরিষেবাও অনেক বেশি আধুনিক ও উন্নতমানের হবে একেবারে বিমান বন্দর এবং বিমান পরিষেবার মতো। এতে করে যাত্রী নিরাপত্তার দিকটিও আরও কড়াকড়ি করা হবে, অন্যদিকে অত্যাধুনিক সুযোগসুবিধা এবং বেশি করে কর্মসংস্থানেরও সুযোগ খুলে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
Post a Comment