'করোনায় ভুল পথে বিভিন্ন দেশ, নেতাদের খামখেয়ালিতে জনগণ বিভ্রান্ত'



Odd বাংলা ডেস্ক: বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক কোটি ৩২ লাখ ৩৫ হাজার সাতশ ৬৭ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৭৫ হাজার পাঁচশ ২৫ জন। দিনের পর দিন করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) সতর্ক করে দিয়ে বলেছে, দেশগুলোর সরকার সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে করোনা মহামারি আরো খারাপ থেকে খারাপতর হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস অ্যাডহানম ঘেবরেয়াসাস বলেছেন, অনেক দেশ ভুল পথে পরিচালিত হয়েছে এবং হচ্ছে। 

যেখানে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি, সেসব দেশে করোনা সংক্রমণ বাড়ছে। জন হপকিন্স ইউনিভার্সিটি জানিয়েছে, করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ যুক্তরাষ্ট্র। ৩৪ লাখ ৭৯ হাজার চারশ ৮৩ জন সে দেশে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এবং মারা গেছে এক লাখ ৩৮ হাজার দু'শ ৪৭ জন। সে দেশে এখনো করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ছে। বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রের করোনা পরিণতি নিয়ে শঙ্কায় আছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান মনে করেন, নেতাদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের খামখেয়ালি বার্তা দেওয়ার কারণে জনগণ বিভ্রান্ত হচ্ছে। সে কারণে মহামারি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাচ্ছে
Blogger দ্বারা পরিচালিত.