রামভক্ত মুসলিম, ৮০০ কিলোমিটার পথ হেঁটে যাচ্ছেন অযোধ্যায়, রামমন্দিরের ভূমি পুজো দেখতে
Odd বাংলা ডেস্ক: আগামী ৫ অগাস্ট অযোধ্যায় রামমন্দির নির্মাণে ভূমি পুজো অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য দীর্ঘ ৮০০ কিলোমিটার পথ পাড়ি দিলেন এক মুসলিম ব্যক্তি। ছত্তিগড়ের চাঁদখুড়ির এক মুসলিম ব্য ক্তি মনে প্রাণে এক রামভক্ত, তাই রামমন্দিরের ভূমিপুজোর অনুষ্ঠান দেখতে যাওয়া থেকে নিজেকে আর আটকে রাখতে পারলেন না তিনি।
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাতকারে মহম্মদ ফাইজ খান নামে ওই ব্যক্তি জানান, 'আমার নাম ও ধর্মের দিক থেকে আমি একজন মুসলমান কিন্তু আমি রামের ভক্ত। আমাদের পূর্বপুরুষদের সম্পর্কে জানা গেলে জানা যাবে যে, তাঁরা তারা হিন্দু ছিলেন। তাদের নাম হতে পারে রামলাল বা শ্যামলাল। আমরা গির্জায় যাই কিংবা মসজিদে যাই না কেন, আমরা সকলেই হিন্দু বংশোদ্ভূত।'
এখানেই থামেননি মহম্মদ ফাইজ খান, তিনি আরও বলেন, 'আমাদের প্রধান পূর্বপুরুষ হলেন ভগবান রাম। আল্লামা ইকবাল (পাকিস্তানের জাতীয় কবি) এমনভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে, যাঁর নিখুঁত দর্শন রয়েছে, তিনি হলেন ভগবান রাম, যাঁকে ভারতের প্রভু হিসাবে বিবেচনা করা হয়। এই শ্রদ্ধার সঙ্গে, আমি চাঁদখুড়িতে কৈশল্যের জন্মস্থান থেকে মাটি নিয়ে অযোধ্যায় যাচ্ছি, মন্দিরের ভুমিপুজোয় উৎসর্গ করব বলে।'
মহম্মদ ফাইজ খান আরও যে মারাত্মক দাবি তুলেছেন, তা হল, 'পাকিস্তানের কিছু মানুষ হিন্দু ও মুসলিম নাম নিয়ে জাল আইডি তৈরি করেছে এবং একে অপরকে গালি দিচ্ছে, এটা প্রমাণ করতে যে ভারতে দুই সম্প্রদায় নিজেদের মধ্যে লড়াই করেছে।' তনে এটাই প্রথমবার নয়, মহম্মদ ফাইজ খান দাবি করেছেন যে, এর আগে প্রায় ১৫ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে তিনি এমন বহু মন্দির ভ্রমণ করেছেন, এবং সেখানে থেকেও এসেছেন।
Post a Comment