করোনার বাড়বাড়ন্তের জের, আগামী ৩১ জুলাই পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিল এই রাজ্য


Odd বাংলা ডেস্ক: রাজ্যে চলমান করোনা সংক্রমণের জেরে আগামী ৩১ জুলাই পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আরও জানানো হয়েছে ফি-এ বিনিময়ে তারা করোনা পরীক্ষা করাবে এবং পরবর্তী পর্যায়ে কোয়ারেন্টাইন সেন্টারে থাকার সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত, সে রাজ্যে চলমান লকডাউন, যা আগামী ১৬ জুলাই তুলে দেওয়ার কথা ছিল, শুক্রবার হাই পাওয়ার্ড কমিটির (এইচপিসি) বৈঠকে আলোচনার পর আরও ১৫ দিনের জন্য লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল।

রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি বিচার-বিবেচনা করেই সর্বসমক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, শুক্রবার পর্যন্ত নাগাল্যান্ডে কোভিড-১৯ অ্যাক্টিভ কেস ছিল ৪২৮, অন্যদিকে ৩০৪ জন করোনার কবল থেকে সুস্থ হয়ে ফিরেছেন। তবে বর্তমানে যেমন বিনামূল্যে কোভিড রোগীদের বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হয়্ছে এবং বিনা শর্তে কোয়ারেন্টাইনের সুবিধা দেওয়া হচ্ছে তা লকডাউন বহাল থাকা পর্যন্ত কার্যকর হবে। 
Blogger দ্বারা পরিচালিত.