নেপালে করোনায় মৃতদের কবর দেওয়া হচ্ছে ভারতের মাটিতে!


Odd বাংলা ডেস্ক: ভারত-নেপাল সীমান্ত নিয়ে যখন দু-দেশের মধ্যেই বিবাদ তুঙ্গে, তখন ভারতে অন্যভাবে বিপাকে ফেলতে তৎপর নেপাল। অন্তত সাম্প্রতিককালে নেপালের কীর্তিকলাপ দেখে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল। জানা গিয়েছে, নেপালে করোনায় মৃত ব্যক্তিদের ভারতের মাটিতে কবর দিচ্ছে নেপাল! 

প্রথমবার এমন ঘটনা চোখে পড়ার পর যখন সীমান্তরক্ষীরা বাধা দেয়, তখন তাদের তরফে জানানো হয় যে, ভুল হয়ে গিয়েছে! এর ঠিক পাঁচদিন পর একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় ফের বাধা দেয় সীমান্তরক্ষীরা। উত্তরপ্রদেশের লক্ষিমপুর খেরির কাছে গৌরিফন্টা এলাকায় দুধওয়া ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের কাছ দিয়ে বয়ে গিয়েছে মোহানা নদী। সম্প্রতি এই নদী তার গতিপথ পরিবর্তন করেছে। তার জন্য নদীর পাড় আগে নেপাল সীমান্তের অন্তর্ভুক্ত হলেও বর্তমানে তা ভারতের অংশে রয়েছে। তাই দিন কয়েক আগে নেপালের কয়েকজন এসে এক করোনা রোগীর মৃতদেহ কবর দিতে আসে ওই এলাকা, যা এখন ভারতের অন্তর্ভূক্ত। তখন তাঁদের আটকানো হলে তারা জানায় যে, মোহানা যে গতিপথ বদল করেছে, তা তাদের জানা ছিল না। নেপালের অংশ ভেবেই সেখানে মৃতদেহ কবর দিতে নিয়ে এসেছে তাঁরা।

এরপর মঙ্গলবার রাতে একটি ১১ বছরের শিশুর মৃতদেহ কবর দিতে আসে তারা। আবারও একইভাবে তাদের বাধা দেওয়া হলে তারা দাবি করে যে, তারা ভেবেছিল এটা নেপালেরই ভূখন্ড। দুধওয়া ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের ডেপুটি ডিরেক্টর মনোজ শংকর জানিয়েছন, 'আমাদের লোক অনুপ্রবেশকারীদের ওপর কড়া দৃষ্টি রেখেছে। যখনই আমরা জানতে পারি যে, নেপালিরা করোনায় মৃতদের দেহ কবর দিতে ভারতীয় ভূখণ্ডে আসছে, তখনই আমরা স্থানীয় পুলিশকে খবর দিই। এরপর নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়া হয় এবং তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে।'
Blogger দ্বারা পরিচালিত.