অ্যাম্বুলেন্সকে হাতিয়ার করে বিস্ফোরণের সম্ভাবনা, পুলওয়ামার কায়দায় জঙ্গি হামলার আশঙ্কা উপত্যকায়!
Odd বাংলা ডেস্ক: উত্তর ও মধ্য কাশ্মীরে জারি হয়েছে সতর্কতা। গোয়েন্দা তথ্যের সূত্রে খবর, উপত্যকায় পুলওয়ামার মতোই আত্মঘাতী হামলার পরিকল্পনা করা হয়েছে। সূত্রের খবর, সুরক্ষা বাহিনীর কাছে আসা ইনপুট অনুসারে জানা গিয়েছিল যে, লস্কর-ই-তইবা শ্রীনগর-বারমুল্লা মহাসড়কে একটি বড় হামলার পরিকল্পনা করছে। বারমুল্লার পট্টান অঞ্চল থেকে এইচএমটি (শ্রীনগরের উপকণ্ঠ) যাওয়ার পথে হামলাটি একটি গাড়িবোমা দিয়ে ঘটতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
আরও জানা গিয়েছে, পরিকল্পনাটি রহমান ভাই নামে এক বিদেশী সন্ত্রাসীর দ্বারা সাজানো হয়েছে। এও বলা হচ্ছে যে, হামলা চালানোর জন্য সন্ত্রাসীদের ফেরি করতে একটি অ্যাম্বুলেন্স ব্যবহার করা হতে পারে। গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে, উত্তর কাশ্মীর জুড়ে পট্টন, সোপোর এবং হানদোয়ারার মতো অঞ্চলগুলিতে নিরাপত্তা বাহিনীকে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একজন কর্মকর্তা জানিয়েছেন, আরও মনে করা হচ্ছে সন্ত্রাসবাদীরা সর্বাধিক ক্ষতি নিশ্চিত করতে বিস্ফোরক বোঝাই একটি চলন্ত গাড়ির ব্যবহার করতে পারে।
Post a Comment