চড়া দামে আমার শরীর বিক্রি করার চেষ্টা করেছিল প্রযোজক



Odd বাংলা ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃ’ত্যুর পর থেকে বলিউডে নেপোটিজম শব্দটা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। একে একে অভিনেতারা মুখ খুললেন এর বিরুদ্ধে। এবার নেপোটিজম নিয়ে বি’স্ফো’রক মন্তব্য করেছেন অভিনেত্রী সোফিয়া হায়াত। বিগ বসে অংশ নিয়ে দর্শকদের মন জয় করেছিলেন সোফিয়া। এ প্রসঙ্গে সোফিয়া বলেন, বিগবসে অংশ নেওয়ার পর থেকেই সিনেমায় অভিনয়ের জন্য নানা অফার আসতে শুরু করে।



কয়েকটাতে কাজও শুরু করেছিলাম। কিন্তু একটু কাজ এগোতেই আমার সঙ্গে অভ’ব্য আচরণ শুরু করলো ছবির পরিচালক ও অন্য অভিনেতারা।

সোফিয়া আরও বলেন, আমার সঙ্গে যৌ’নতায় লি’প্ত হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিল, যখন আমি রাজি হয়নি তখন আমার দৃশ্যগুলো এডিট করা হয়েছিল। শুধু তাই নয়, আমার শরীরকে চড়া দামে বিক্রি করার চেষ্টা করেছিল প্রযোজক। আমার সঙ্গে অস’ভ্য ব্যবহার করেছে এক পরিচালক।
Blogger দ্বারা পরিচালিত.