ইসকনের উল্টো রথে টান নুসরাতের, করলেন আরতিও!



Odd বাংলা ডেস্ক: নুসরত জাহান। টলিউডের সাড়া জাগানো অভিনেত্রীদের তালিকায় সবার প্রথমেই উঠে আসে তার নাম। মৌলবাদীদের চোখরাঙানিকে আরো একবার বুড়ো আঙুল দেখিয়ে উল্টো রথের দড়িতে টান দিলেন সাংসদ নুসরত। শুধু অংশই নিলেন না, রীতিমতো নিয়ম মেনে মন্ত্রো পাঠ করে আরতিও করলেন। উল্টো রথের দড়ি টানার সময় সঙ্গে অবশ্য নুসরতের স্বামী নিখিল জৈনও ছিলেন। সাহসী এই অভিনেত্রী কিন্তু আরো একবার বুঝিয়ে দিলেন যে,‘মানবতাই শ্রেষ্ঠ ধর্ম'। ইসকনের আমন্ত্রণেই উল্টো রথে পৌঁছে গেলেন নুসরত। একদম সময় মতোই ১২.৩০ টার সময় স্বামীকে নিয়ে পৌঁছে যান রথযাত্রায়। শুধু তাই নয়, রথযাত্রায় অংশ নেওয়ার সমস্ত ছবিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। সেই ছবিতেই সাংসদকে দেখা গেল সবুজ রঙের সালোয়ার-কুর্তা পরে যাবতীয় হিন্দু আচার পালন করতে।
প্রসঙ্গত, ইসকন কলকাতার আয়োজিত রথযাত্রা অনুষ্ঠানে নুসরত জাহান অবশ্য গতবছরও স্বামী নিখিল জৈনকে নিয়ে অংশগ্রহণ করেছিলেন। সেবারও নিয়ম মেনে যাবতীয় লোকাচার পালন করেছেন। যার জন্য কটাক্ষের শিকারও হতে হয়েছিল সাংসদকে। কেন মুসলিম ধর্মাবলম্বী হয়ে হিন্দু আচার পালন করছেন? সেই প্রশ্ন তুলে চোখ রাঙিয়েছিলেন ধর্মান্ধ মৌলবাদীরা। তখন সদ্য বিয়ে সেরে তুরস্ক থেকে ফিরে শপথবাক্য পাঠ করেছেন পার্লামেন্টে। তবে, সেসব কটাক্ষ, কদর্য মন্তব্য কোনো কিছুতেই অভিনেত্রী কর্ণপাত করেননি। গোড়া থেকেই একটা কথা বলে এসেছেন, “মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম।” টুইটারে ছবি শেয়ার করে বুধবারও সেই কথাই লিখলেন ক্যাপশনে।
Blogger দ্বারা পরিচালিত.