'করোনার হাত থেকে যদি কেউ বাঁচাতে পারেন, তিনি ঈশ্বর', এমনই দাবি করলেন স্বাস্থ্যমন্ত্রী
Odd বাংলা ডেস্ক: সারা দেশের মধ্যে করোনা বিধ্বস্থ রাজ্যের তালিকায় গুজরাতকে পিছনে ফেলে চতুর্থ স্থানে উঠে এসেছে কর্ণাটক। আর এই পরিস্থিতিতে এক অদ্ভুত দাবি করে বসলেন কর্ণাটকের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বি শ্রিরামুলু। তিনি বলেন, 'করোনার কবল থেকে একমাত্র ঈশ্বরই আমাদের বাঁচাতে পারেন।'
সাংবাদিকদের সামনে বক্তব্য রাখার সময় তিনি বলেন, 'বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা দিনে দিনে বাড়ছে। আমাদের সবার সতর্ক হওয়া উচিত। আপনি শাসক হোন বা বিরোধী, ধনী বা দরিদ্র, ভাইরাস কিন্তু কোনও বৈষম্য করে না। আমি একশো শতাংশ নিশ্চিত যে, আগামী দু-মাসে তা আরও বাড়বে। অনেকে এর জন্য সরকারের গাফিলতির প্রশ্ন তুলতে পারেন। বা অনেকে দাবি করতে পারেন, মন্ত্রীদের মধ্যে সমন্বয়ের অভাবে এমন হচ্ছে। তবে এইসমস্ত দাবি কিন্তু আসল সত্য থেকে অনেক দূরে। একমাত্র ঈশ্বরই আমাদের করোনার হাত থেকে বাঁচাতে পারবেন।'
প্রসঙ্গত, কর্ণাটকে এই প্রথম এদিনে ৩০০০-এরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় কর্ণাটকে আক্রান্ত হয়েছেন ৩,১৭৬ জন। যার ফলে সংখ্যাটা বেড়ে গিয়ে হয়েছে ৪৭ হাজার ২৫৩। এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৯২৮ জন। আর এরপরই স্বাস্থ্যমন্ত্রীর এমন বক্তব্যে উঠেছে সমালোচনার ঝড়।
Post a Comment