১৬০ টাকায় দারুন দারুন জামা, কীভাবে কোথা থেকে কিনবেন জানুন



 পুরুষ এবং মহিলাদের জন্য দারুন সব পোশাকের সম্ভার। নজর কাড়া হাল ফ্যাশনের পোশাক যা আরাম দায়ক এবং পকেট ফ্রেন্ডলি। পুরুষদের বিভাগে রয়েছে ফ্লোরাল প্রিন্টেড শার্ট যা এখন ভীষণ ট্রেন্ডি। মনকাড়া স্মার্ট লুকের চেক্স এও পাবেন। যেমন ট্রেন্ডি তেমনই 100% কটন হওয়ায় আরাম দায়কও।আর দাম একদম নাগালের মধ্যে। মহিলাদের বিভাগে আছে দারুন সব গাউন আর কুর্তির কালেকশন । এই গ্রীষ্ম - বর্ষার সময়ে বিয়ে বাড়ি বা পার্টি তে পরে যাওয়ার জন্য আছে চোখ ধাঁধানো সব গাউন আর কুর্তি। যেগুলো এই ঋতুতে ভীষণ স্বাচ্ছন্দ্য এনে দেবে। Casual wear এর মধ্যে পাওয়া যাচ্ছে কুর্তি, লঙ কুর্তি, শর্ট কুর্তি ,গাউন ইত্যাদি। দাম একদম সাশ্রয়ী । আর এই সব কিছু কেনার সুযোগ কিন্তু মাত্র তিন দিন।


 যোগাযোগ করুন এই নম্বরে-
9804252726 / 9051120425


Blogger দ্বারা পরিচালিত.