দক্ষিণ আফ্রিকায় ৩৫০ হাতির মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা


Odd বাংলা ডেস্ক: গত মাসে কেরলে একটি গর্ভবতী হাতিকে বোমাভরা আনারস খাইয়ে হত্যা করার খবরে তোলপাড় হয়ে গিয়েছিল গোটা দেশ। কিন্তু জানলে অবাক হবেন প্রতিনিয়ত অসংখ্য বন্যপ্রাণীর প্রাণ হারাচ্ছে নির্বিচারে। বিবিসি-র একটি প্রতিবেদনে উঠে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য, যেখানে বলা হয়েছে গত মে মাস থেকে এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বতসওয়ানার ওকাভাঙ্গো ব-দ্বীপ অঞ্চলে প্রায় ৩৫০ হাতির মৃতদেহ পাওয়া গিয়েছে। 
সবথেকে অদ্ভূত বিষয় হল হাতিগুলির মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে ইতিমধ্যেই ল্যাবরেটারিতে পাঠানো হয়েছে, তা আসতে কিছুদিন সময় লাগবে। কিন্তু ততদিন পর্যন্ত এত বিপুল সংখ্যক হাতির আকস্মিক মৃত্যু রহস্যঅই থেকে গেল। 

ব্রিটেন-ভিত্তিক দাতব্য সংস্থা ন্যাশনাল পার্ক রেসকিউর ডাঃ ম্যাকক্যান বিবিসিকে জানিয়েছেন, খরা ছাড়া এই বিপুল পরিমাণে হাতির মৃত্যু নজিরবিহীন। তিনি হাতির মৃত্যুর ঘটনায় করোনার হানা সন্দেহ করছেন। তিনি আরও বলেন যে, যদি এটা চোরাশিকারীদের কাজ হয়ে থাকত, তাহলে সায়ানায়েড ব্যবহারের কারণে আরও অনেক পশুর মৃত্যু হত। প্রসঙ্গত, গত বছরেই বিষ খাইয়ে একশো হাতির হত্যার ঘটনা ঘটেছিল বতসওয়ানায়।
ডাঃ ম্যাকক্যান আরও মনে করছেন যে, জলবাহিত কোনও রোগ বা মাটির কারণেই মৃত্যু হচ্ছে হাতিদের। মে মাস থেকে শুরু হয়ে হাতির মৃত্যুমিছিল এখনও অব্যাহত। তবে ঠিক কী কারণে এই বিপুল পরিমাণে হাতির মৃত্যু হল, তা নমুনা পরীক্ষার ফল না দেখে বলা যাচ্ছে না। 
Blogger দ্বারা পরিচালিত.