একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ছাড়াল, এযাবৎ সুস্থ হয়ে উঠেছেন ১০ লক্ষের বেশি


Odd বাংলা ডেস্ক: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত রিপোর্ট অনুসারে, শেষ ২৪ ঘণ্টায় এই প্রথম সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেল। গত একদিনে আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ১২৩! যার ফলে করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে গিয়ে হল ১৫ লক্ষ ৮৩ হাজার ৭৯২। সরকারি তথ্য আরও জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৭৭৫ জনের। যার ফলে সারা দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৩৪ হাজার ৯৬৮।

তবে এখনও পর্যন্ত সারা দেশে সুস্থ হয়ে উঠেছেন ১০ লক্ষ ২০ হাজার ৫৮২ জন। সারা দেশে সুস্থতার হার ৬৩.৪৩ শতাংশ। করোনা পজিটিভের হার ১১.৬৭ শতাংশ। বুধবার সারা দেশে ৪ লক্ষ ৪৬ হাজার ৬৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আজ পর্যন্ত ১৩০ কোটির দেশে ১,৮১,৯০,৩৮২ নমুনা পরীক্ষা করা হয়েছে। 

গত ২৪ ঘন্টার মধ্যে যে পাঁচটি রাজ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের হদিশ মিলিছে সেগুলি হল মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক ও উত্তরপ্রদেশ। সরকারী তথ্য অনুসারে গত ২৪ ঘন্টা রিপোর্ট হওয়া মোট মামলার ৬৬.৪১ শতাংশই অন্ধ্র প্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক এবং উত্তর প্রদেশের। শেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে যে পাঁচটি রাজ্যে, সেগুলি হল- মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ। 
Blogger দ্বারা পরিচালিত.