সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬ লাখ ছাড়াল! মৃতের সংখ্যা বেড়ে ১৭,৮৩৪
Odd বাংলা ডেস্ক: শেষ ২৪ ঘণ্টায় ভারতে ১৯ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, নতুন করে মৃত্যু হয়েছে ৪৩৪ জনের। সারা দেশে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে পৌঁছাল ৬ লক্ষ ৪ হাজার ৬৪১-এ। সেইসঙ্গে সারা দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৭ হাজার ৮৩৪।
তবে এখনও পর্যন্ত করোনার কবল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৩ লক্ষ ৫৯ হাজার ৮৫৯ জন। এখনও পর্যন্ত সারা দেশে সুস্থতার হার ৫৯.৫ শতাংশ। সারা বিশ্বের মধ্যে ভারত বর্তমানে চতুর্থ করোনা বিধ্বস্থ দেশ। সারা দেশে করোনাভাইরাস ছড়িয়ে পরার ১১০ দিন পর অর্থাৎ ১৯ মে-তে তা ১ লক্ষের গন্ডি পেরিয়েছিল। এরপর গত ৩ জুন তা ২ লক্ষের গণ্ডি পেরিয়েছিল! এর ঠিক ১০ দিন পর তা ৩ লক্ষের গন্ডিও ছাড়িয়ে গিয়েছিল। এরপর ২১ জুন তারিখে সারা দেশে করোনার আক্রান্তের সংখ্যা ৪ লক্ষের গন্ডি পেরল। এরপর ২৭ জুন তা গিয়ে দাঁড়িয়েছিল ৫.৮ লক্ষে। আর আজ সেই সব রেকর্ড ছাপিয়ে ভারত এখন ৬ লক্ষের গন্ডিও পেরিয়ে গেল।
দেশের প্রথম তিন করোনা বিধ্বস্থ রাজ্য হল- মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং দিল্লি।শেষ ২৪ ঘণ্টায় যে পাঁচ রাজ্যে সর্বাধিক করোনার সংক্রমণ দেখা গিয়েছে, সেগুলি হল- মহারাষ্ট্র (৫,৫৩৭), তামিলনাড়ু (৩,৮৮২), দিল্লি (২,৪৪২), কর্ণাট(১,২৭২) এবং তেলেঙ্গানা (১,০১৮)। শেষ ২৪ ঘণ্টায় সারা দেশে সর্বাধিক করোনায় মৃত্যু হয়েছে, মহারাষ্ট্র (১৯৮), তামিলনাড়ু (৬৩), দিল্লি (৬১), গুজরাট (২১) এবং উত্তরপ্রদেশে (২১)।
কেরলে প্রথম করোনা রোগী সনাক্ত হওয়ার পর অর্থাৎ জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত প্রায় ৯০ লক্ষেরও বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। বুধবার সারাদেশে প্রায় ২.২৯ লক্ষ নমুনা পরীক্ষা করা হয়েছিল।
Post a Comment