চলতি বছর অক্সফোর্ডের করোনার টিকা অনিশ্চিত



Odd বাংলা ডেস্ক: চলতি বছর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনার টিকা বাজারে আসা নিশ্চিত নয়। মঙ্গলবার অক্সফোর্ডের প্রধান টিকা গবেষক সারাহ গিলবার্ট এ তথ্য জানিয়েছেন। সোমবার জানানো হয়েছিল, অক্সফোর্ড ও আস্ট্রাজেনেকার যৌথ গবেষণার এই টিকা মানুষের জন্য নিরাপদ এবং করোনার বিরুদ্ধে কাজ করতে সক্ষম বলে প্রমাণিত হয়েছে। ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম পর্যায়েই দেখা গেছে, এই টিকা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম। চলতি বছরের শেষ নাগাদই টিকা বাজারে আসতে পারে। তবে মঙ্গলবার বিবিসি রেডিওকে সারাহ গিলবার্ট বলেছেন, ‘বছরের শেষ নাগাদ টিকা পাওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে, এটা সম্ভাবনা। 

তবে এর পুরোপুরি নিশ্চয়তা নেই। কারণ আমাদের তিনটি জিনিস ঘটা প্রয়োজন।’ তিনি জানান, প্রথমত, এটি শেষ পর্যায়ের ট্রায়ালে কার্যক্ষম কিনা তা জানতে হবে, দ্বিতীয়ত ব্যাপক মাত্রার উৎপাদন এবং তৃতীয়ত জরুরি পর্যায়ে ব্যবহারের জন্য একে লাইসেন্স দেওয়ার ব্যাপারে নিয়ন্ত্রকদের সম্মত হতে হবে। সারাহ বলেন, ‘এই তিনটির সবকয়টি ঘটতে হবে এবং বিপুল সংখ্যক মানুষের টিকা প্রাপ্তি দেখতে পাওয়ার আগে এগুলো একসঙ্গে ঘটতে হবে।’ অক্সফোর্ডের বিজ্ঞানীরা সেপ্টেম্বরের আগেই ১০ লাখ টিকার উৎপাদন চাইছেন। এ লক্ষ্যে তারা আস্ট্রাজেনেকা ফার্মসিউটিক্যালসের সঙ্গে চুক্তিও করেছেন। তবে ব্রিটেনে করোনার সংক্রমণ কমে আসায় এর নিরাপত্তা ও কার্যকারিতা যাচাই করা মুশকিল হয়ে পড়েছে। তাই শেষ ধাপের ট্রায়াল এখন ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকায় চালাচ্ছে অক্সফোর্ড।
Blogger দ্বারা পরিচালিত.