ইসলামে নিষিদ্ধ তাই পাকিস্তানে বুদ্ধ মূর্তি গুঁড়িয়ে দিল শ্রমিকেরা



Odd বাংলা ডেস্ক: একটি বাড়ি তৈরির জন্য ভিত খুড়তে গিয়ে মাটির তলা থেকে বেরিয়ে আসে বুদ্ধ মূর্তি। আর সেই মূর্তিই ভেঙে ফেলল পাকিস্তানের শ্রমিকেরা। শনিবারের এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া প্রদেশে এই ঘটনা ঘটেছে। একটি বাড়ির ভিত খুঁড়তে গিয়ে বুদ্ধ মূর্তিটি খুঁজে পায় স্থানীয় নির্মাণ শ্রমিকরা। কিন্তু এই মূর্তি ইসলাম বিরোধী, এই কথা বলে সেটিকে ধ্বংস করে দিয়েছে তারা। খাইবার পাখতুনখোয়া জেলার মর্দনে তখত ভাই এলাকায় পাওয়া যায় সেই মূর্তি। এই মূর্তি ইসলাম বিরোধী বলে সেটিকে ধ্বংস করে দিয়েছে তারা, এমনটাই দেখা যাচ্ছে ওই ভাইরাল হওয়া ভিডিওতে। 

 অভিযোগ উঠেছে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত কন্ট্রাক্টর কোনো এক মৌলভীর পরামর্শে এই কাজ করেছে। মৌলবীর বক্তব্য, ওই মূর্তি থাকলে ভয়ঙ্কর ক্ষতি হতে পারে, ফলে ভয় পেয়ে কন্ট্রাক্টর মূর্তিটি ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ। পাকিস্তান আর্কিওলজি বিভাগের ডিরেক্টর আবদুল সামাদ বলেছেন যে, এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের যোগ্য শাস্তি দেওয়া হবে। তিনি জানান খুব দ্রুতই অপরাধীদের গ্রেপ্তার করা হবে। কোন অঞ্চলে এই তাণ্ডব হয়েছে সেটি ভিডিও দেখে তারা শনাক্ত করে ফেলেছেন বলে জানান সামাদ। গন্ধর্ব সভ্যতার অংশ ছিল তখত ভাই।। প্রথমবার ১৮৩৬ সালে খনন কাজ হয় এখানে। এরপর থেকে পুরাতত্ববিদরা শতাধিক পুরনো সামগ্রী মাটির নীচ থেকে উদ্ধার করেছেন। এর অধিকাংশই টেরাকোটা ও কাদামাটি দিয়ে তৈরী।
Blogger দ্বারা পরিচালিত.