ভারতে করোনার ভ্যাকসিন মানবদেহে পরীক্ষা করতে চলেছে পাটনা AIMS, মিলবে কি করোনা-যন্ত্রণা থেকে মুক্তি?


Odd বাংলা ডেস্ক: পাটনার অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স তথা এইমস ১৩ জুলাই সোমবার থেকে মানুষের ওপর করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু করবে বলে খবর। ট্রায়ালটি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে নির্বাচিত ১৮ জন স্বেচ্ছাসেবীর উপর চালোনো হবে।

ইতিমধ্যেই বহু মানুষ এই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য এইমস হাসপাতালে যোগাযোগ করেছিলেন। তবে কর্তৃপক্ষেপ তরফে এই প্রক্রিয়াটির জন্য ১৮ থেকে ৫৫ বছর বয়সী ১৮ জনকেই বেছে নেওয়া হয়েছিল। নির্বাচিত স্বেচ্ছাসেবীরা প্রথমে আজ একটি মেডিকেল চেক-আপ করা হয়েছে বলে খবর। সেইসব রিপোর্ট বিশ্লেষণের পরে তাঁরা আরও ট্রায়ালের জন্য এগোবেন বলে জানা গিয়েছে।

করোনাভাইরাস ভ্যাকসিন ট্রায়াল পরিচালনায় আইসিএমআর দ্বারা নির্বাচিত ১২টি প্রতিষ্ঠানের মধ্যে এইমস পাটনা অন্যতম। আইসিএমআর-এর নির্দেশিকা অনুসারে, ভ্যাকসিনের প্রথম ডোজ কেবল তাদেরই দেওয়া হবে যাদের রিপোর্ট ভাল হবে। ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার পর রোগীকে ২ থেকে ৩ ঘন্টা চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবেন, তার পরে তাঁদের বাড়িতে পাঠানো হবে। পরীক্ষার প্রক্রিয়াটি সম্পন্ন করতে মোট তিনটি ডোজ ইনজেকশন দেওয়া হবে।
Blogger দ্বারা পরিচালিত.