এসে গেল ফুচকা ভেন্ডিং মেশিন, টাকা ঢোকালেই ফুচকা বের হবে, তবে মেয়েরা ফাউ চাইতে পারবে না



Odd বাংলা ডেস্ক: রাস্তার পাশে কিংবা বিভিন্ন পর্যটন কেন্দ্রে ফুচকার দোকান চোখে পড়লেই যেন জিভে জল চলে আসে। মুখরোচক খাবার হিসেবে ভারতীয় উপমহাদেশে এর জনপ্রিয়তা রয়েছে। তবে অঞ্চলভেদে এটি বিভিন্ন নামে পরিচিত। কিন্তু করোনা ভাইরাসের কারণে বাহিরে বের হওয়া বন্ধ। এই খাবারওলো আর গলাধঃকরণ হচ্ছে না। তবে প্রযুক্তির এই যুগে মানুষের কোনো ইচ্ছাই যেন অপূর্ণ থাকছে না। রাস্তার পাশে অথবা পাড়ার দোকানটি বন্ধ থাকলেও এবার এটিএম বুথেই মিলবে ফুচকা।

হ্যাঁ, ঠিকই শুনছেন! সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, নির্দিষ্ট প্রক্রিয়া মেনে টাকা প্রদান করলেই এটিএম বুথ থেকে স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে আসছে ফুচকা। এক ব্যক্তি নির্দিষ্ট বোতাম চেপে মেশিনে ২০ রুপি দিলেন। কিছুক্ষণ অপেক্ষা শেষে এটিএম থেকে বের হয়ে এলো ফুচকা।

জানা গেছে, এই মেশিন ডিজাইন করতে সময় লেগেছে ছয় মাস। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই প্রশংসায় ভাসছেন এর আবিষ্কারক। শুধু তাই নয়, হাতের সংস্পর্শ ছাড়া এই ফুচকা স্বাস্থ্যসম্মত হবে বলেও মনে করছেন নেটিজেনরা। দেখুন সেই ভিডিও –
Blogger দ্বারা পরিচালিত.