বিকাশের মৃত্যুর পর উদ্ধার তার ব্যাগ, থাকতে পারে বহু রাজনৈতিক নেতার গোপন তথ্য


Odd বাংলা ডেস্ক:  বিকাশের মৃত্যুর পর মধ্যপ্রদেশের মহাকাল মন্দির থেকে উদ্ধার হয়েছে একটি কালো ব্যাগ । গতকাল এই মন্দিরে পুজো দিতে এসেছিল সে । ভিআইপি লাইনে নিজের আসল নাম লিখিয়েছিল । ২৫০ টাকা দিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিটও কাটে । মন্দিরের বাইরের এক ফুল বিক্রেতার কাছে থেকে ফুল কিনতে গিয়ে মুখের মাস্ক সরায় সে । তখনই সন্দেহ হয় ওই ফুলওয়ালার । পুলিশে খবর দেন তিনি । 

তবে মন্দির থেকে এই ব্যাগ উদ্ধার হওয়ার পর পুলিশের অনুমান বহু গোপন তথ্য জানা যাবে ওই কালো ব্যাগ থেকেই । বিকাশ’কে গ্রেফতার করার সময়েই ওই ব্যাগটি হাতে পায় মধ্যপ্রদেশ পুলিশ । গোটা সফরেই বিকাশের সঙ্গে ছিল এই ব্যাগটি । ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হয়েছে একটি ছুরি আরও বেশকিছু গুরুত্বপূর্ণ নথি । পাওয়া গিয়েছে একটি মোবাইলও । মন্দিরের লকাররুমে ওই ব্যাগটি রেখেছিল বিকাশ । জুতোর স্ট্যান্ডে রেখেছিল জুতোও । সে সবই উদ্ধার করেছে পুলিশ ।
Blogger দ্বারা পরিচালিত.