করোনার কবল থেকে সুস্থ হয়ে ওঠার পর ১০ জনের রিপোর্ট এল পজিটিভ! এবার আতঙ্কে সুস্থ রোগীরাও
Odd বাংলা ডেস্ক: করোনার কবল থেকে সুস্থ হয়ে ওঠার পর ফের করোনা রিপোর্ট পজিটিভ এল ১০ জনের। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের মোহালি জেলার ডেরা বাসি শহরে। সেখানকার ১০ জনকে হাসপাতাল থেকে ছাড়ার পর করোনা রিপোর্ট পজিটিভ আসে। সূত্রের খবর, তাঁদের যখন হাসপাতাল থেকে ছাড়া হয়, তখন তাঁদের সকলের রিপোর্ট নেগেটিভ ছিল।
গত মাসে যখন মোহালি জেলার ডেরা বাসি শহরের ওই ১০ বাসিন্দার প্রথম করোনা পজিটিভ টেস্ট করা হয়, তখন তাঁদের বানুরের জিয়ান সাগর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর করোনা নেগেটিভ দেখে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর তাদের ফের করোনা টেস্ট করা হলে রিপোর্ট পজিটিভ আসে। আর এই ঘটনার জেরে কার্যত আতঙ্গে ভুগছেন করোনার কবল থেকে সুস্থ হয়ে ওঠা মানুষরা।
সূত্রের খবর, মোহালির সিভিল সার্জন ডাঃ মনজিৎ সিং স্পষ্ট করে জানিয়েছন, যে এই রোগীদের সাত দিনের কঠোর হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। তিনি আরও বলেন, নয়া গাইডলাইন অনুসারে করোনার কবল থেকে সুস্থ হয়ে ওঠা রোগীরা পুনরায় করোনা টেস্ট করাবেন না। তিনি বলেন, সুস্থ হয়ে ওঠার পর কোনও ব্যক্তির করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ হতে পারে, তবে এর অর্থ এই নয় যে, তিনি সংক্রমিত। তাঁরা গোটা বিষয়টি জেনে-শুনেই এই টেস্ট করিয়েছেন। তবে নতুন গাইডলাইন তাঁদের এই অনুমতি দেয় না।
সিভিল সার্জেন বলেন, কিছু রোগী বেসরকারী ল্যাবগুলি থেকে তাদের পরীক্ষা করিয়েছিলেন যার প্রয়োজন হয় না। সেইসঙ্গে তিনি আরও যোগ করেন যে, বারত সরকারের নতুন গাইডলাইন অনুসারে, হাসপাতাল থেকে অব্যাহতি পাওয়ার পর ব্যক্তিকে সপ্তাহব্যাপী বাধ্যতামূলকভাবে হোম কোয়ারেন্টাইনে কাটাতে হবে। তাঁর রিপোর্ট আবার পজিটিভ এলেও চিন্তার কিছু নেই।
Post a Comment