মণিপুরের মহিলাদের রাখিবন্ধনের উপহার দিলেন প্রধানমন্ত্রী, জল সরবরাহ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন হল


Odd বাংলা ডেস্ক: বৃহস্পতিবার মণিপুরের মহিলাদের রাখি বন্ধনের উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী জল সরবরাহ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন। 

এদিন প্রধানমন্ত্রী মোদী বলেন, এই প্রকল্পটি বৃহত্তর ইম্ফল এবং মণিপুরের ১,৭০০ গ্রামে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করবে। গ্রামের মানুষের কাছে লাইফলাইন সরবরাহ করবে। তিনি আরও বলেন, এর মাধ্যমে সেরাজ্যের এক লক্ষ পরিবারের মহিলারা সুবিধা পাবেন। 

এদিন মোদী আরও বলেন, এটি বিকেন্দ্রীকরণের একটি সুক্ষ্ম উদাহরণ। প্রকল্পটি স্থানীয় পঞ্চায়েত এবং সেখানে বসবাসকারী মানুষের সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে। তাঁর আরও দাবি, 'মণিপুর জল সরবরাহ প্রকল্প হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করবে'। মোদী বলেন কোভিড-১৯-এর জন্য দেশ থেমে থাকেনি। এই মহাসঙ্কটময় পরিস্থিতিতে লকডাউন চলাকালীন তিনি পাইপলাইন স্থাপনের কাজ অব্যাহত রাখার বিষয়টিও তুলে ধরেছেন। 

মোদী আশ্বস্ত করে বলেন, 'দেশের উত্তর-পূর্বাঞ্চল এখন দুটি চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করছে - কোভিড -১৯ এবং বন্যা। বন্যার কারণে অনেককে বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছে। আমি আপনাদের আশ্বাস দিচ্ছি যে, এই কঠিন সময়ে সকলে আপনাদের পাশে রয়েছে।'
Blogger দ্বারা পরিচালিত.