এবার জেল থেকে বেরিয়েও ধর্ষকরা আর শান্তি পাবে না
Odd বাংলা ডেস্ক: গেল এক বছরের মধ্যে ইংল্যান্ড এবং ওয়েলসের কারাগার থেকে ২০০ জন যৌন নিপীড়ককে মুক্তি দেওয়া হয়েছে। এদের মধ্যে ১০০ জনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কারণ তাদের আপাতত থাকার কোন জায়গা নেই। স্থানীয় পরিদর্শক বলছেন, মুক্তিপ্রাপ্ত বন্দিরা যারা মোটামুটি বেশি ঘুমায় তাদের অপরাধ করার প্রবণতা বেশি।
২০১৮-২০১৯ সালের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, যাদের লাইসেন্স আছে তারা অনেক বেশি ঝুঁকিপূর্ণ। ৫৩ জন যারা গৃহহীন তারা যৌন অপরাধের সাথে উচ্চ মাত্রায় জড়িত। আবার লাইসেন্সের মেয়াদকাল ৬ মাসেরও বেশি তাদের মধ্যে ৭০ জন অপরাধী মধ্যম ঝুঁকিতে।
এই মাসের শুরুতে, আবেদনের প্রধান পরিদর্শক, জাস্টিন রাসেল আবাসন অপরাধীদের সম্পর্কে "ক্রস-সরকার" পদ্ধতির অভাবের সমালোচনা করেছেন। তিনি বলেন, বন্দীদের ১২ মাসের মধ্যেই পুনরায় কারাগারে ফেরত পাঠানো হবে।
পরিদর্শনে যে সমস্যাগুলোর জন্য যৌন নিপীড়কদের বাসস্থানের অভাব তৈরি হয়েছে তা উল্লেখে করা হয়েছে।
প্রথমত বেশি বাসা ভাড়া
দ্বিতীয়ত আবাসন রেজিস্টারগুলোতে অগ্রাধিকার কম
তৃতীয়ত পরিষেবার অভাব
চতুর্থ সুযোগ সুবিধা কম
শেষে অপরাধমূলক কাজের সাথে জড়িত লোকদের থাকার জায়গা মানুষ দিকে চায়না
২০১৮-২০১৯ সালের পরিসংখ্যানে দেখা যায়, শতকরা ২২ ভাগ কারাবন্দী থাকার মত কোন জায়গা ছিল না। হিসেব করলে এ সংখ্যা দাঁড়ায় ৬ হাজার ৫১৫ জন। সর্বমোট হিসেব করলে ১১ হাজার ৪৩৫ জন কারাবন্দীরা থাকার জায়গার অভাবে ভুগছিল। নারী পুরুষ ভাগ করলে এর মধ্যে পুরুষ শতকরা ১৬ ভাগ এবং নারী ১৮ ভাগ।
Post a Comment