ফিরিয়ে দিল একের পর এক হাসপাতাল, ৫ ঘণ্টা অ্যাম্বুলেন্সে থেকে অবশেষে মৃত্যু ৭০ বছরের বৃদ্ধার!
Odd বাংলা ডেস্ক: চিকিৎসা সম্পর্কে উদাসীনতা কেড়ে নিল এক বৃদ্ধার প্রাণ। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদ। হাসপাতালে ভর্তি হবেন বলে অ্যাম্বুলেন্সে অপেক্ষা করতে করতেই প্রাণ হারান ৭০ বছরের ওই বৃদ্ধা। মৃতার নাম বসন্ত ক্রিস্টোফার। গত ১৪ জুলাই, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে প্রায় ৫ ঘন্টা অপেক্ষার পরে মারা যান ওই মহিলা।
গত ১৪ জুলাই বেলা সাড়ে ১১টা নাগাদ বসন্ত তাঁর মেয়ে বর্ষা প্রেমকে বলেন যে, তিনি নিঃশ্বাস নিতে পারছেন না। এরপর মধ্যরাতের দিকে, একটি অ্যাম্বুলেন্স আরটিসি এক্স রোডসে বসন্তের বাড়িতে পৌঁছায়। অ্যাম্বুলেন্সে করে বৃদ্ধাকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে।
এরপর হাসপাতালে তাঁর একটি সিটি স্ক্যান করা হলে জানা যায়, তাঁর ফুসফুসের মধ্যে ফ্লুইড ভরে গিয়েছে। এরপর চিকিৎসকরা তাঁকে কোভিড রোগী বলে সন্দেহ করেন এবং তাঁকে অন্য হাসপাতালে নিয়ে যেতে বলেন। হাসপাতালে ৬ থেকে ৭টি এমার্জেন্সি বেড খালি থাকা সত্ত্বেও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়নি বলে পরিবারের তরফে অভিযোগ।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে ওই বৃদ্ধা জুলাইয়ে কোভিড টেস্ট করান এবং তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। প্রথম হাসপাতালে চিকিৎসা না মেলায় তাঁকে কোটির একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সরকারি হাসপাতালের ডাক্তাররা বলেন, ওই বৃদ্ধার কোমর্বিডিটি রয়েছে, সেইকারণে তাঁর চিকিৎসা করতে অস্বীকার করেন তাঁরা। যার ফলে টানা ৫ ঘণ্টা ধরে অ্যাম্বুলেন্সেই পড়ে থাকেন বৃদ্ধা অবশেষে মৃত্যু হয় তাঁর।
Post a Comment