সারা বিশ্বের মধ্যে দ্রুততম করোনাভাইরাস বৃদ্ধির হার এখন ভারতে, প্রকাশ্যে এল চাঞ্চল্যকর রিপোর্ট


Odd বাংলা ডেস্ক: ব্লুমবার্গের করোনাভাইরাস ট্র্যাকার অনুসারে ভারতের করোনাভাইরাস মহামারীটি এখন সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ছাড়িয়ে গিয়েছে, গত এক সপ্তাহেই এই সংখ্যাটা ২০% বৃদ্ধি পেয়েছে। ১৭৯ দিনে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ছাড়িয়ে গিয়েছে।  

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রকাশিত রিপোর্ট অনুসারে, শেষ ২৪ ঘণ্টায় ৪৭ হাজার ৭০৩ জন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। যার ফলে সারা দেশের করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৪ লক্ষ ৮৩ হাজার ১৫৬। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৫৪ জনের। সারা দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৪২৫ জনের। সারা দেশে এখনও পর্যন্ত ৯ লক্ষ ৫২ হাজার ৭৪৩ জন মানুষ করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন। 

সারা বিশ্বে করোনা আক্রান্তের নিরিখে ভারত বর্তমানে তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে। প্রথম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। কিন্তু সম্প্রতি প্রকাশিত রিপোর্টে দেখা গিয়েছে, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড মাত্রায় বাড়ছে। সারা দেশের মধ্যে মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক-এর মতো রাজ্যগুলিতে প্রতিদিন সর্বাধিক সংখ্যক করোনা রোগী হদিশ পাওয়া যাচ্ছে। বিশ্বের দ্বিতীয় বৃহৎ জনবহুল দেশে সোমবার ৫ লক্ষ ২৮ হাজার ৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে কেন্দ্রীয় সরকারের তরফে খবর। এখনও পর্যন্ত সারা দেশে ১.৭৩ কোটি নমুনা সংগ্রহ করা হয়েছে।


আক্রান্তের সংখ্যার নিরিখে প্রথম দুই এবং তিন নম্বরে থাকলেও ব্রাজিল এবং ভারতে করোনা পরীক্ষার হার বিশ্বের মধ্যে সবচেয়ে কম। ভারতে প্রতি ১০০০ জনের মধ্যে ১১.৮ জনের টেস্ট হয়। ব্রাজিলে প্রতি ১০০০ জনের মধ্যে করোনা টেস্ট হচ্ছে ১১.৯৩ জনের। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি ১০০০ জনের মধ্যে ১৫২.৯৮ জনের করোনা টেস্ট হয়। তবে রাশিয়ায় প্রতি ১০০০ জনের মধ্যে ১৮৪.৪ জনের করোনা টেস্ট হয়। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি প্রজেক্ট 'আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটা' সূত্রে এই পরিসংখ্যান পাওয়া গিয়েছে। 
Blogger দ্বারা পরিচালিত.