'আত্মনির্ভর ভারত'! লকডাউনে সেক্স টয়ের বিক্রি ৬৭% বৃদ্ধি পেয়েছে
Odd বাংলা ডেস্ক: করোনা মহামারির জন্য জারি হওয়া লকডাউনের কারণে গোটা দেশে সেক্স টয়-এর বিক্রি বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। সমীক্ষা বলছে সারা দেশে লকডাউনের মধ্যে সেক্স টয়ের চাহিদা বেড়েছে ৬৭ শতাংশ।
দ্যাটস পার্সোনাল-এর তরফে প্রকাশিত রিপোর্ট অনুসারে, লকডাউনের বাজারে দেশে সেক্স প্রোডাক্টের চাহিদা তুঙ্গে। সেক্স প্রোডাক্ট মার্কেট এই লকডাউনের সময়ে দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে। জানা গিয়েছে, ভারতে সেক্স টয়ের সবচেয়ে বড় বাজার রয়েছে মুম্বইতে। এরপর তালিকায় রয়েছে বেঙ্গালুরু, নয়াদিল্লি, পুণে এবং চেন্নাই। টিয়ার থ্রি শহরের মধ্যে পন্ডিচেরীতে সর্বাধিক সংখ্যক সেক্স টয়-এর রি-অর্ডার করা হয়েছে।
সেক্স টয় গ্রাহকদের মধ্যে ৬৪ শতাংশ গ্রাহকই পুরুষ। কিন্তু পানিপথ, শিলং, ইম্ফল, ভাটিন্ডা, হরিদ্বার, পানাজি, পুদুচেরি, তেজপুর এবং রাউরকেল্লায় পুরুষদের তুলনায় মহিলারাই বেশি সংখ্যায় সেক্স টয় কিনেছেন। শুধু তাই নয় 'লাস্ট স্টোরি' সিনেমাটি সেক্স টয়ের বিক্রি ৫৪ শতাংশ বাড়িয়ে দিয়েছে।
Post a Comment