বাবার ৩টি সোনার দোকান থেকে সারা দেশে ব্যবসায়িক সাফল্য, অবশেষে করোনায় প্রয়াত সেনকো গোল্ড-এর কর্ণধার
Odd বাংলা ডেস্ক: করোনার কাছে হার মানলেন কলকাতার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর কর্ণধার শঙ্কর সেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে টানা দশদিন মতো ভর্তি ছিলেন বেসরকারি হাসপাতালে। অবশেষে হার মানলেন করোনার কাছে। মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
নয়ের দশকে বাবার তিনটি ছোট সোনার দোকানের ভার কাঁধে তুলে নেওয়ার পর কেবল এরাজ্যেই নয়, রাজ্যের সীমানা পেরিয়ে সারা দেশে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড-এ একটা অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন কর্ণধার শঙ্কর সেন। সারা দেশের ১৪টি রাজ্যে ১০০-এরও বেশি আউটলেট রয়েছে তাঁদের গয়নার দোকানের। বড় বড় শিল্পপতিদের কাছেও তিনি যথেষ্ট প্রশংসনীয় ছিলেন।
তাঁর সুদক্ষ হাতে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর বার্ষিক আয়ের হিসাবও আকাশছোঁয়া। অবশেষে করোনার কাছে হার মানলেন তিনি। তাঁর প্রয়াণে বাণিজ্যমহলে নেমে এসেছে শোকের ছায়া।
Post a Comment