১ মিনিটে ২০০ জনের জ্বর মাপা যাবে, করোনার উপসর্গ খুঁজতে 'স্মার্ট হেলমেট' ব্যবহার করছে মহারাষ্ট্র


Odd বাংলা ডেস্ক: করোনা ভাইরাস পরীক্ষার ক্ষেত্রে একসঙ্গে অনেক মানুষের স্ক্রিনিং করার জন্য অভিনব উপায় বের করেছে দেশের মধ্যে সর্বাধিক করোনা আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। আর এই অবস্থায় এক মিনিটে ২০০ জনের জ্বর মাপা যাচ্ছে 'স্মার্ট হেলমেট'-এর সাহায্যে। এর জন্য মাথায় পরতে হচ্ছে হেলমেট আর সামনে লাগানো ক্যামেরার দিকে তাকালেই মাপা হয়ে যাচ্ছে জ্বর। 

করোনাভাইরাসের অন্যতম প্রধান উপসর্গ হল জ্বর। আর এই জ্বর মাপাটা খুবই জরুরী, কেউ করোনা আক্রান্ত কি না তা বোঝার জন্য। কিন্তু থার্মাল গানের সাহায্যে প্রতি ঘণ্টায় ২০০ থেকে ৩০০ জনেরই জ্বর মাপা সম্ভব। কিন্তু মহারাষ্ট্রে যেখানে করোনা আক্রান্তের সংখ্যা সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি সেখানে আরও বেশি করে করোনা পরীক্ষা করাটা জরুরী। সেক্ষেত্রে এই হেলমেট-এর অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে কম সময়ে বেশি সংখ্যক মানুষের করোনা টেস্ট করা সম্ভব। 

স্ক্রিনিং পরিচালক রুশিকেশ তাওড়ের মতে, স্মার্ট হেলমেটটি একটি ঘড়ি ব্যবহার করে নিয়ন্ত্রণ করা হয় এবং ১০ ফুট পর্যন্ত দূরত্ব থেকে তাপমাত্রা পরীক্ষা করা যেতে পারে। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের সঙ্গে ভারতীয় জৈন সংগঠন-এর স্বেচ্ছাসেবকরা একত্র হয়ে এই স্ক্রিনিং-এর ব্যবস্থা করেছেন। 

রুশিকেশ তাওড়ে আরও বলেন, 'আমরা গত দু' সপ্তাহ ধরে পরীক্ষা-নিরীক্ষা করে চলেছি এবং এ পর্যন্ত ১৭,০০০ জনেরও বেশি মানুষের স্ক্রিনিং করা হয়েছে। একসঙ্গে অনেক মানুষের স্ক্রিনিং পরিচালনা করার জন্য এবং কোভিড-১৯ রোগীরা আশেপাশের মানুষদের মধ্যে এইভাইরাস ছড়াচ্ছে কি না তা, নিশ্চিত করার জন্য এটি সবচেয়ে কার্যকর পদ্ধতি।' জানা গিয়েছে, এ পর্যন্ত মহারাষ্ট্রে চারটি হেলমেট রয়েছে, দুটি মুম্বাইয়ে এবং দু'জন পুণেতে। 
Blogger দ্বারা পরিচালিত.