দিল্লির হাসপাতালে ভর্তি হলেন সনিয়া গান্ধী



Odd বাংলা ডেস্ক:
হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। 'রুটিন চেক আপ এবং পরীক্ষার জন্য' সনিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। 

 স্যার গঙ্গারাম হাসপাতালের পরিচালন পর্ষদের চেয়ারম্যান ডাক্তার ডিএস রানা বলেছেন, 'বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি হয়েছেন। রুটিন চেক-আপ এবং টেস্টের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।' এদিন সকালে দলের রাজ্যসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেন সনিয়া। 

বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করেন তিনি। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। অন্যদের মধ্যে বৈঠকে যোগ দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। কংগ্রেস সূত্রে খবর, সত্তরোর্ধ্ব সনিয়া গান্ধী জটিল রোগে ভুগছেন। চিকিৎসার জন্য একাধিকবার মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে হয়েছে তাঁকে।

এর আগে গত ফেব্রুয়ারিতে দিল্লির এই হাসপাতালে একবার ভর্তি হতে হয়েছিল কংগ্রেস সভানেত্রীকে। ১৯৯৮ সালের ১৪ মার্চ থেকে ২০১৭ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত টানা কংগ্রেসের সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন সনিয়া। তাঁর পরে রাহুল গান্ধী কংগ্রেসের নেতৃত্ব পদে আসেন। 

কিন্তু গত লোকসভা নির্বাচনে দলের ভরাডুবির জেরে গত বছরের ২৫ মে হঠাৎ কংগ্রেস সভাপতি পদ ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন রাহুল। তার পর দীর্ঘ আড়াই মাস ধরে দল 'মাথাহীন' অবস্থায় ছিল। দলের বিভিন্ন স্তরের নেতারা রাহুলকে মত বদলের চেষ্টা করলেও কাজের কাজ হয়নি।
Blogger দ্বারা পরিচালিত.