চাকরিপ্রার্থীদের কাজের সন্ধান দিতে 'প্রবাসী রোজগার' নামে অ্যাপ আনলেন 'রবিনহুড' সোনু সুদ


Odd বাংলা ডেস্ক: লকডাউন পরিস্থিতিতে মুম্বইয়ে আটকে পড়া ভিন রাজ্যের শ্রমিককে বাড়ি ফেরানোর কাজ কাঁধে তুলে নিয়েছিলেন অভিনেতা সোনু সুদ। আর এবার চাকরিপ্রার্থীদের চাকরি পাওয়ার সুযোগ করে দিলেন 'রবিনহুড' সোনু। আর এই কারণে বুধবার সম্পূর্ণ নিখরচায় একটি অ্যাপ চালু করলেন সোনু, যার নাম 'প্রবাসী রোজগার'। 

জানা গিয়েছে, এই অ্যাপটি সমস্ত চাকরিপ্রার্থীদের বিভিন্ন তথ্যাদি এবং প্রয়োজনীয় লিঙ্ক দিয়ে সাহায্য করবে, যাতে সকল চাকরিপ্রার্থীই চাকরি সম্পর্কিত যাবতীয় সহায়তা লাভ করতে পারে। মহামারির মধ্যে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করতে গিয়ে ৪৭ বছর বয়স্ক এই অভিনেতা বারবার পরিযায়ী শ্রমিকদের সমস্যাগুলিকে তুলে ধরেছিলেন, তিনি বলেছিলেন, মহামারির মধ্যেও মানুষ কীভাবে চাকরির সন্ধানে হন্যে হয়ে ঘুরছেন। 

আর সেই কারণেই গত কয়েক মাস ধরে এই অ্যাপটির নির্মাণ সম্পর্কিত কাজ করা হয়েছে। সোনুর এই অ্যাপে বিভিন্ন সেক্টরের কাজের খোঁজ পাওয়া যাবে। নির্মাণ শিল্প থেকে শুরু করে বস্ত্র শিল্প, স্বাস্থ্য ক্ষেত্র থেকে ইঞ্জিনিয়ারিং, বিপিও, সিকিউরিটি, অটোমোবাইল, ই-কমার্স-সহ বিভিন্ন ক্ষেত্রের নামী সংস্থার কর্মখালির খবর পাওয়া যাবে। দেশের বিভিন্ন রাজ্যের ৫০০-র বেশি সংস্থার খবর পাওয়া যাবে এই অ্যাপে। কাজের খোঁজের পাশাপাশি, এই অ্যাপ ব্যবহার করে ইংরেজি শেখার সুযোগও থাকবে। স্পোকেন ইংলিশ-এর পাশাপাশি কিছু কিছু কাজের প্রশিক্ষণের সুযোগও মিলবে 'প্রবাসী রোজগার' অ্যাপ-এ। অ্যাপ ব্যবহারকারীদের সুবিধার জন্য নয়াদিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, কোয়েম্বাত্তুর, আমদাবাদ, তিরুঅনন্তপুরমে ২৪ ঘণ্টার হেল্পলাইন ডেস্কও বসানোর পরিকল্পনার কথা জানিয়েছেন সোনু সুদ।
Blogger দ্বারা পরিচালিত.