একে করোনা, তার মধ্যে স্কুলের খাবারে বিষ, অসুস্থ সাড়ে ৩ হাজার শিক্ষক-শিক্ষার্থী
Odd বাংলা ডেস্ক: জাপানে কয়েকটি সরকারি স্কুলে খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষক ও শিক্ষার্থী। সাইতামা প্রিফেকচারের ইয়াশিও শহরে এ ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে রয়টার্স।
সাইতামা প্রিফেকচার কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী টোকিও থেকে উত্তরে ইয়াশিও শহরের ১৫টি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের তিন হাজার ৪৫৩ জন শিক্ষক ও শিক্ষার্থী মধ্যাহ্নভোজের পর অসুস্থ হয়ে পড়েন। ২৬ জুন টিকিউসি কোঅপারেটিভ নামের একটি প্রতিষ্ঠান এই খাদ্য সরবরাহ করেছিল।
প্রায় সাত হাজার জনকে পরীক্ষার পর দুই হাজারের বেশি প্রাথমিক শিক্ষার্থী এবং এক হাজার ১০০ জনের বেশি মাধ্যমিক শিক্ষার্থীর বিষক্রিয়ায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। মধ্যাহ্নভোজের পর এই শিক্ষার্থীরা ডায়রিয়ায় আক্রান্ত হয় এবং তারা পাকস্থলিতে ব্যথা অনুভব করছে বলে জানায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যাহ্নভোজ হিসেবে ফ্রাইড চিকেন, একটি টুনা/আলু, সালাদ, ভাত ও স্যুপ ছিল।
Post a Comment