'সত্যমেব জয়তে', FIR-এর পর সোশ্যাল মিডিয়ায় হাত জোর করে কী বার্তা দিলেন রিয়া
Odd বাংলা ডেস্ক: সুশান্ত সিং রাজপুত আত্মহত্যার ঘটনায় একপ্রকার বিপাকেই পড়েছেন তাঁর গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী। রিয়া এবং তাঁর পরিবারের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, চুরি, বিশ্বাসভঙ্গ, বেআইনিভাবে সম্পত্তি হাতিয়ে নেওয়ার মতো অভিযোগ তোলা হয়েছে সুশান্তের পরিবারের তরফে।
গত মঙ্গলবার সন্ধ্যায় রিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন সুশান্তের বাবা কে কে সিং। আর তারপর থেকেই কার্যত নিখোঁজ ছিলেন রিয়া। অবশেষে শুক্রবার মুখ খুললেন এই বাঙালি অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ২০ সেকেন্ডের ভিডিওটিতে রিয়া জানিয়েছেন, 'ভগবান এবং বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। আমি নিশ্চিত আমি সুবিচার পাব। যদিও ইলেকট্রনিক মিডিয়াতে আমার সম্পর্কে নানান কথা বলা হচ্ছে। যেহেতু মামলাটি আদালতে বিচারাধীন, আইনজীবীদের পরামর্শে আমি কোনওরকম মন্তব্য করা থেকে বিরত থাকছি। সত্যমেব জয়তে। সত্যের হয় হবেই।'
"Satyameva Jayate" is what #RheaChakroborty wants to say in response to "all that is being said" against her with regards to the suicide of #SushantSinghRajput— Narsi Benwal (@NarsiBenwal) July 31, 2020
This is for the first time after #SSR death, #RheaChakroborty says something @fpjindia @MumbaiPolice @AnilDeshmukhNCP pic.twitter.com/l8Q9scYWqk
প্রসঙ্গত, শান্তের বাবার তরফে রিয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬, ৩৪১, ৩৪২, ৩৮০, ৪০৬ ও ৪২০ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
Post a Comment