'সুশান্তকে খুন করেছে দাউদ ইব্রাহিমের গ্যাং?', চাঞ্চল্যকর দাবি করলেন প্রাক্তন RAW অফিসার!
Odd বাংলা ডেস্ক: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনাকে নিছক আত্মহত্যা বলে মেনে নিতে নারাজ তাঁর ভক্তরা। তাঁদের অধিকাংশের দাবি খুন করা হয়েছে সুশান্তকে। তবে এবার খুনের অভিযোগের তীর দেল দাউদের গ্যাং-এর দিকে। প্রাক্তন RAW অফিসার এনকে সুড-এর দাবি একেবারে ঠান্ডা মাথায় ছক করে খুন করা হয়েছে অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে! আর যা করেছেন পেশাদার খুনিরা!
বিনোদন দুনিয়ার সঙ্গে দাউদ ইব্রাহিমের সম্পর্ক বহুদিনের এবং তা প্রকাশ্যেও এসেছে বারবার। বলিজগতের নামজাদা ব্যক্তিত্বরা দাউদের ভয়ে থরহরিকম্প। দাউদের সঙ্গে অভিনেত্রী মন্দাকিনির সম্পর্ক নিয়েও কম জলঘোলা হয়নি। আর এবার প্রাক্তন এই গোয়েন্দা অফিসার দাবি করলের আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে এই তরুণ অভিনেতার মৃত্যুর গভীর সম্বন্ধ রয়েছে।
তাঁর দাবি, বেশ কয়েক মাস ধরেই হুমকি দেওয়া হয়েছিল সুশান্ত সিং রাজপুতকে। এর জন্যই প্রায় ৫০টি সিমকার্ড বদলেছিলেন সুশান্ত। তিনি আরও দাবি করেন, খুনের হুমকির মুখে প্রাণ বাঁচাতে অভিনেতা নাকি গাড়িতেও ঘুমোতেন! তিনি আরও বলেন, অভিনেতার মৃত্যুর আগের দিন তাঁর ফ্ল্যাটের সিসিটিভি বন্ধ থাকা, ঘরের ডুপ্লিকেট চাবি হারিয়ে যাওয়ার মতো বিস্তর তথ্যপ্রমাণ মিলেছে, যা দেখে কার্যত স্পষ্ট যে ঠান্ডা মাথায় খুন করে তা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছে।
Post a Comment