আগামী ৩১ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকছে আন্তর্জাতিক উড়ান


Odd বাংলা ডেস্ক:  ১ অগাস্ট থেকে শুরু হচ্ছে আনলক ৩ পর্ব। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিয়েছিল 'বন্দে ভারত পরিষেবা' আন্তর্জাতিক বিমান পরিষেবা সচল থাকবে। এরপর সময়ের সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হবে। শুক্রবার কেন্দ্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হল, আগামী ৩১ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকছে ভারতের আন্তর্জাতিক বিমান পরিষেবা।

৩১ অগাস্ট পর্যন্ত কোনও বিদেশি বিমান ভারতে নামবে না পাশাপাশি ভারত থেকে কোনও বিমান বিদেশের উদ্দেশে রওনা দেবে না। তবে কার্গো বিমানে কোনও বিধিনিষেধ থাকছে না। যাত্রী পরিবহণ বন্ধ থাকলেও, বৈদেশিক বাণিজ্য তথা মালপত্র আদান-প্রদান জারি থাকবে। এছাড়া বিশেষ ক্ষেত্রেও ছাড় মিলবে বলে জানা গিয়েছে, তবে তা অনুমতি সাপেক্ষ।

ভারতে লকডাউন জারি হওয়ার প্রথম দিন থেকেই দেশে যাবতীয় আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ হয়ে যায়। দেশের মধ্যেও বিমান ওঠানামা বন্ধ হয়ে যায়। তবে দেশের মধ্যে বিমান ওঠানামা অনেকটাই এখন স্বাভাবিক। এরপর গত ২৫ মে থেকে তা ক্রমশ স্বাভাবিক করার প্রচেষ্টা শুরু হয়ে গিয়েছিল, যা এখন আরও অনেকটাই সচল অবস্থায় পৌঁছে গেছে। যদিও সবই হচ্ছে সমস্ত সুরক্ষাবিধি মেনে।

প্রসঙ্গত, এখন দেশের ৬টি শহর মুম্বই, পুনে, নাগপুর, দিল্লি, চেন্নাই ও আমেদাবাদ থেকে কোনও যাত্রীবাহী বিমান কলকাতায় ওঠানামা নিষিদ্ধ। রাজ্যসরকারের তরফে সেই সময়সীমা ১৫ অগাস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।
Blogger দ্বারা পরিচালিত.