করোনা টেস্ট করার জন্য গোপনাঙ্গ থেকে নমুনা সংগ্রহ করে শ্রীঘরে ল্যাব টেকনিশিয়ান
Odd বাংলা ডেস্ক: এক মহিলার করোনা পরীক্ষা করতে গিয় ধর্ষণের অভিযোগ উঠল একজন ল্যাব টেকনিশিয়ানের বিরুদ্ধে। অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের অমরাবতী জেলায়। পুলিশ জানিয়েছে, করোনা পরীক্ষার জন্য একজন মহিলার গোপনাঙ্গ থেকে নমুনা সংগ্রহ করা পর তা টেস্ট করার জন্য নিয়ে গিয়েছিল ওই ল্যাব টেকনিশিয়ান।
এই ঘটনার তীব্র নিন্দা করেছেন মহারাষ্ট্রের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী যশোমতি ঠাকুর। তিনি জানান ওই ল্যাব টেকনিশিয়ানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জানা গিয়েছে অভিযোগকারী ওই মহিলা অমরাবতীর একটি মলে কাজ করেন। গত ২৪ জুলাই মলের এক কর্মচারীর করোনা পজেটিভ আসার পর মলে কর্মরত ২০-২৫ জন কর্মচারীর নমুনা সংগ্রহ করা হবে বলে জানানো হয়।
সেইমতো একটি টেস্টিং সেন্টারে করোনা পরীক্ষা করাতে যান তিনি। অভিযোগ ওই ল্যাব টেকনিশিয়ান তাঁর নাক থেকে সোয়্যাব সংগ্রহ করার পর তাঁর গোপনাঙ্গ থেকেও নমুনা সংগ্রহ করে। এরপর ওই অভিযোগকারিনী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং ভারতীয় দণ্ডবিধি ৩৫৪ এবং ৩৭৬(ধর্ষণ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
Post a Comment